শিবগঞ্জে আপন এর আয়োজনে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ও সড়ক দুর্ঘটনারোধে শিক্ষার্থীদের শপথ


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৭, ২০২৫, ১০:৩৯ অপরাহ্ন / ১৮
শিবগঞ্জে আপন এর আয়োজনে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ও সড়ক দুর্ঘটনারোধে শিক্ষার্থীদের শপথ

 

আব্দুর রহিম শিবগঞ্জ ( বগুড়া) প্রতিনিধিঃ

সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দাঁড়িয়ে ডান হাত বুকে রেখে বাল্য বিবাহ, আত্মহত্যা ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বগুড়া শিবগঞ্জের পাঁচ শতাধিক শিক্ষার্থীকে শপথ বাক্য পাঠ করালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) উপজেলার পিরব গ্লোবাল মডেল স্কুলে সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে সামাজিক সেচ্ছাসেবী সংগঠন আমাদের প্রয়াস নিরন্তর ( আপন) এই শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করেন। শপথে শিক্ষার্থীরা বলেন আমরা বাল্যবিবাহ প্রতিহত করবো। নিজে বাল্যবিবাহ করবো না এবং কোথাও এমন বিয়ের খবর পেলে প্রশাসনকে জানাবো। আত্মহত্যার মত জঘন্যতম কাজ করবো না। ট্রাফিক আইন মেনে রাস্তা চলাচল করবো।
এর আগে আমাদের প্রয়াস নিরন্তর ( আপন) এর প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক রশিদুর রহমান রানা এর সভাপতিত্বে বাল্যবিবাহ, আত্মহত্যা ও সড়ক দুর্ঘটনারোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। সংগঠনের সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হান্নান এর সঞ্চালনায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান। গ্লোবাল মডেল স্কুলের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাহবুব মোর্সেদ, বিশিষ্ট শিল্পপতি ও অত্র বিদ্যালয়ের সহ- সভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তার, পরিচালক শফিক সরদার। এসময় উপস্থিত ছিলেন আমাদের প্রয়াস নিরন্তর ( আপন) এর সদস্য প্রভাষক মাহফুজুর রহমান, আসাদুল্লাহ, আব্দুর রহিম, রেশমা খাতুন, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শাহজাদা কামাল হাসান শাওন সহ বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। বক্তরা বলেন
এভাবেই সবাই যদি নিজ নিজ জায়গা থেকে আপনতের মতো পদক্ষেপ নেয় তাহলে আমরা একটি সুস্থ সমাজ গড়ে তুলতে সক্ষম হব। সবাই মিলে আত্মহত্যাবিহীন সমাজ গড়ে তুলতে পারব।

 


There is no ads to display, Please add some