শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্য নিয়ে ৫১তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে শনিবার বগুড়ার শিবগঞ্জ উপজেলা সমবায় অফিসের আয়োজনে সকালে এক বর্ণাঢ্য র্যালী পৌর এলাকার প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়াম হলরুমে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু। আরো বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, উপজেলা সমবায় অফিসার রাজিয়া সুলতানা, প্রোগ্রামার মাহফুজার রহমান, একাডেমিক সুপারভাইজার পদ্মা রানী, সমবায় অফিসের সহকারি পরিদর্শক তানভির মোস্তফা, ফেরদাউস আরা, সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন জিন্না মিয়া প্রমুখ। দিবসটি উপলক্ষে প্রধান অতিথি উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করেন।
আপনার মতামত লিখুন :