
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি-
বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের শরিফ খাঁন ইসলামিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচনে বিএনপি সমর্থিত পূর্ণ প্যানেল জয় লাভ করেছে। বুধবার (২২ অক্টোবর) অভিভাবকদের বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে চলে এ ভোট গ্রহণ চলে। উক্ত নির্বাচনে বিএনপি সমর্থিত ও জামায়াত সমর্থিত দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। অভিভাবক সদস্য পদে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে।এ নির্বাচনে এবতেদায়ী স্তরে ২ জন, দাখিল স্তরে ২ জন ও ১ জন সংরক্ষিত মহিলা সদস্য বিজয়ী হয়েছে। নির্বাচনের পিজাইডিং অফিসার আব্দুর রউফের ঘোষিত ফলাফল সূত্রে জানা যায়, এবতেদায়ী স্তরে ইদ্রিস আলী ৪০ ভোট ও লিটন শেখ ৩৬ পেয়ে নির্বাচিত হয়েছে। দাখিল স্তরে হেলাল উদ্দিন সরকার ৭২ ভোট ও ফারুক হোসেন ৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। এছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য পদে খালেদা আকতার ১১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। শরিফ খাঁন ইসলামিয়া দাখিল মাদ্রাসার অভিভাবকদের ভোটার সংখ্যা মোট ২০৮ জন। এ নির্বাচনে ভোট কাষ্ট হয়েছে ১৬০। ভোট গণনা শেষ হয় বিকাল ৫ টায়। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রউফ। এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপার আব্দুল হাকিম,সহ সুপার মোখলেছার রহমান সহ এসআই ছাইদুল হোসেন এর নেতৃত্বে পুলিশ সদস্যের একটি টিম। এ দিকে নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছে শিবগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম মানিক, ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সাজু, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান নয়ন মন্ডল, উপজেলা যুবদল নেতা রাসেল মাহমুদ সবুজ। জে/এ
আপনার মতামত লিখুন :