

সরকার মো. আবুল কালাম আজাদ,
শীতকালে টমেটো চাষ বাংলাদেশের কৃষকদের অন্যতম লাভজনক মৌসুমি ফসল। তবে ভালো ফলন পেতে হলে শুরু থেকেই জমি প্রস্তুতি, পরিচর্যা ও রোগ-পোকা দমনে সচেতনতা জরুরি। নিচে ধাপে ধাপে করণীয় বিষয়গুলো তুলে ধরা হলো-
ভূমি নির্বাচন ও জমি প্রস্তুতি:
মাটি: দোআঁশ বা বেলে-দোআঁশ মাটি সবচেয়ে উপযোগী।
পিএইচ মান: ৬.০–৬.৮ হলে ফলন সর্বোত্তম হয়।
জমি প্রস্তুতি: আগাছা পরিষ্কার করে ২–৩ বার চাষ দিন, যাতে মাটি ঝুরঝুরে হয়।
সার প্রয়োগ (প্রতি বিঘা):
পচা গোবর: ২০–২৫ মণ
ইউরিয়া: ৭–৮ কেজি
টিএসপি: ১০–১২ কেজি
এমওপি: ৬–৭ কেজি
চারা রোপণ ও দূরত্ব:
সময়সূচি: অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত রোপণ উপযুক্ত সময়।
দূরত্ব: সারি ও সারির মধ্যে ২৪–৩০ ইঞ্চি এবং গাছের মধ্যে ১৮–২০ ইঞ্চি ফাঁক রাখুন।
সেচ: রোপণের পর প্রথম ৫–৭ দিন হালকা সেচ দিন, যাতে চারা সহজে মাটি ধরতে পারে।
সেচ ও পানি ব্যবস্থাপনা:
সপ্তাহে ২–৩ বার হালকা সেচ দিন।
ফুল আসার সময় থেকে প্রতি ২–৩ দিন পর পর নিয়মিত পানি দিন। অতিরিক্ত পানি জমে থাকলে ফল ও শিকড় পচে যেতে পারে, তাই মাটি অতিরিক্ত ভেজা রাখবেন না।
সার ব্যবস্থাপনা (ফসল চলাকালীন):
ফুল ফোটার পর প্রতি ১০–১৫ দিন অন্তর টপ ড্রেসিং হিসেবে ইউরিয়া ১–১.৫ কেজি প্রতি বিঘা পানিতে মিশিয়ে দিন।ক্যালসিয়াম নাইট্রেট প্রয়োগ করলে ফলের ঝরা ও দাগ কমে।
গাছের ট্রেলিস ও ডাল ছাঁটাই:
গাছকে খুঁটি বা মাচার সাহায্যে ওপরে উঠতে সহায়তা করুন। নিচের পুরোনো ও আক্রান্ত পাতাগুলো নিয়মিত ছাঁটাই করুন। দুর্বল ডাল কেটে শক্ত ডাল রাখতে হবে, এতে ফলন বৃদ্ধি পায়।
রোগ-পোকা দমন:
রোগ: ব্লাইট, পাতা দাগ ও মিলডিউ জাতীয় রোগ দমনে ম্যানকোজেব 75WP বা কপার অক্সিক্লোরাইড প্রতি ৭–১০ দিন অন্তর স্প্রে করুন।
পোকা: থ্রিপস, এফিড ও লিফ-ফিডিং পোকা দমনে স্পিনোসাড 45SC বা ইমামেকটিন বেনজোয়েট ব্যবহার করা যেতে পারে।
টিপস: রোগ দেখা দেওয়ার আগে প্রতিরোধমূলক স্প্রে করুন।
ফসল সংগ্রহ ও বাজারজাতকরণ:
ফুল আসার ৬–৭ দিন পর ফল গঠিত হয়। ফলের রঙ হালকা লাল হলে সকালে বা বিকেলে সংগ্রহ করুন।
বিক্রির আগে ভালো ও আকারে সমান ফল আলাদা করুন।
মনে রাখতে হবে: হালকা মালচিং (পলিথিন বা খড়) দিলে মাটির উষ্ণতা বজায় থাকে ও ফলন বৃদ্ধি পায়। ফসল নিয়মিত পর্যবেক্ষণ করুন, রোগের প্রাথমিক লক্ষণ দেখা মাত্র ব্যবস্থা নিন। জমি পরিষ্কার ও নিষ্কাশনব্যবস্থা ঠিক রাখুন। সতর্ক পরিচর্যা, সঠিক সেচ ও সময় মতো সার প্রয়োগই শীতকালীন টমেটো চাষে অধিক ফলনের মূল চাবিকাঠি।
লেখক-কেন্দ্রীয় সভাপতি: বাংলাদেশ পেশাজীবী ফেডারেশন কৃষি লেখক ও কথক: বাংলাদেশ বেতার।

আপনার মতামত লিখুন :