শেওলায় আব্দুস শুক্কুরের লাগানো সড়কের গাছ গায়ের জোরে কেটে নেওয়ার অভিযোগ ।


প্রকাশের সময় : ডিসেম্বর ১০, ২০২২, ৮:১৫ অপরাহ্ন / ৩৪১
শেওলায় আব্দুস শুক্কুরের লাগানো  সড়কের গাছ গায়ের জোরে কেটে নেওয়ার অভিযোগ ।

নিজস্ব সংবাদাতা ::
সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়ন দিগলবাগ গ্রামের নিরীহ আব্দুস শুক্কুরের অনুমতি ছাড়াই সড়কের পাশের ৪০/৫০টি গাছ কাটার অভিযোগ উঠেছে।

অভিযোগে উল্লেখ করা হয়, প্রায় ১০ /১৫ বছর আগে আব্দুস শুক্কুর সরকারি খাস জমির ওপর বিভিন্ন রকমের গাছ লাগান, ৪০/৫০ বনজ ফলজ ও বিভিন্ন জাতের গাছ লাগানো হয়। বর্তমানে এসব গাছের মূল্য ১ থেকে ২ লাখ টাকা। কিন্তু একই ইউনিয়ন এর মৃত্যু কঠই মিয়ার ছেলে সুলতান,অলি ও অলি মিয়ার দুই পুএ ঝুমন এবং সুমন আব্দুস শুক্কুর কে না জানিয়ে সব গাছগুলির গুড়ি কেটে কর্তন করে নিয়ে যায়,গাছের সাথে আব্দুস শুক্কুরের ঘরের টিন ও ঘরের রড কেটে নিয়ে যায়,আব্দুস শুক্কুর খবর পেয়ে তার রোপন করা গাছের বাগানে গেলে দূর্বৃত্তরা তাকে অশালীন ভাষায় গালি গালাজ করে, এমন কি তার সাথে মারমুখী আচরণ করেন,আব্দুস শুক্কুর নিরীহ অসহায় হওয়ায় তার পক্ষে প্রতিবাদ করা সম্ভব হয় নাই,পরবর্তীতে আব্দুস শুক্কুর নিরুপায় হয়ে ঐ গ্রামের মুরব্বিয়ান, ইউপি সদস্য ও স্হানীয় চেয়ারম্যান জহুর উদ্দিন কে অবগত করে ও কোন সুরাহা পাননি।সুলতান, অলি,ঝুমন ও সুমন তারা লোক বলে বলিয়ান তাদের গায়ের জোরে ৪০/৫০টি গাছ কর্তন করে।

 

গাছের গুঁড়ি গুলি এখন ও পড়ে আছে। গাছ কাটার সময় আব্দুস শুক্কুর বাধা দিলে সুলতান গংরা তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।এবং আব্দুস শুক্কুর কে ভয়ভীতি দেখানো হয়।আব্দুস শুক্কুর নিরুপায় হয়ে বিয়ানীবাজার থানায় গত ০৯/১২/২০২২ ইং তারিখ একটি লিখিত অভিযোগ করেন।