[gtranslate]

শেরপুরে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৬, ২০২৫, ২:৪৫ অপরাহ্ন / ৫০
শেরপুরে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব

ইফতেখার আলম,
শেরপুর (বগুড়া) প্রতিনিধি-

মাননীয় প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন বাংলাদেশের প্রতিটি নাগরিক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলিমসহ সকল সম্প্রদায়ের মানুষ পায়ে হেঁটে সর্বদা নিঃসংকোচে চলাফেরা করবে। শিশু যেমন মায়ের কাছে নিরাপদে থাকে, তেমনি দেশের মাটিতে প্রতিটি নাগরিক নিরাপদে ও শান্তিতে বসবাস করবে। এ অনুযায়ী সর্বস্তরে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টায় বগুড়ার শেরপুর টাউন বারোয়ারী দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না এসব কথা বলেন। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকসুদ জাহেদী, এলজিইডির প্রধান প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম, বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা, শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক খান, রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা, শেরপুর পৌরসভার সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, সাবেক প্যানেল মেয়র ফিরোজ আহমেদ জুয়েল, সাবেক পৌর কাউন্সিলর সৌমেন্দ্রনাথ ঠাকুর শ্যাম, পৌর নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপজেলার ভবানীপুর ইউনিয়নে অবস্থিত সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম পীঠস্থান শ্রী শ্রী মা ভবানী মন্দির পরিদর্শন করেন কর্মকর্তারা। জে/এ