[gtranslate]

শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নে বৃক্ষরোপণ


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৫, ২০২৫, ১১:০৬ অপরাহ্ন / ১২৩
শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নে বৃক্ষরোপণ

পারভেজ হাসান,
মৌলভীবাজার জেলা প্রতিনিধি-

শ্রীমঙ্গল উপজেলার ৫ নং কালাপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে শ্রীমঙ্গল উপজেলা যুব ফোরামের উদ্যোগে এবং কালাপুর ইউনিয়ন এর সার্বিক সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ২৫ খ্রি. সকাল সাড়ে ১১ টার সময় ৫নং কালাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হয়। কালাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি দিপলু আহমেদ টিক্কা সভাপতিত্বে এবং শ্রীমঙ্গল যুব ফোরামের আহবায়ক আফজাল হোসেন মুন্নার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌর যুবদলের আহবায়ক মো. সারোয়ার হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান চৌধুরী তুহিন। উক্ত কর্মসূচিতে কালাপুর ইউনিয়নের নয়টি ওয়ার্ডের নয়টি মসজিদ এবং পাঁচটি মন্দিরে বিভিন্ন ধরনের প্রায় ১৫০ টি ফলজ ও ঔষধি গাছ বিতরণ করা হয়। এ ছাড়া উক্ত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন কালাপুর ইউনিয়ন পরিষদের সচিব অরুন দত্ত, মৌলভীবাজার জেলা যুব ফোরামের কো-অর্ডিনেটর শিহাব আহমেদ, মৌলভীবাজার ফ্রেন্ডস ক্লাব এর সভাপতি হাবিবুর রহমান লোবন, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সজীব কান্তি দাশ, আব্দুল হাকিম, ইমরান খান, শ্রীমঙ্গল উপজেলা যুবদল নেতা ফখরুল ইসলাম নয়ন, ৬ নং ওয়ার্ড মেম্বার লোকমান মিয়া, শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সজিবুর রহমান টিপু, পৌর যুবদল নেতা কাওছার আহমেদ, রাহিন মিয়া, আব্দুল আলিম, শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদল নেতা নাঈম আহমেদ, সুয়েব মিয়া, মঞ্জুর মিয়া, কলেজ ছাত্রদল নেতা খালেদ আহমেদ এবং ৫ নং কালাপুর পূজা উদযাপন ফ্রন্ট এর সদস্য সচিব সত্য নারায়ণ দাস। জে/এ