[gtranslate]

শ্রোতা ক্লাব পর্যায়ে গোষ্ঠী ভিত্তিক অনুষ্ঠান ‘সেতু’তে অংশগ্রহণ করল ঢাকার “চড়ুইভাতি বেতার শ্রোতা ক্লাব”


প্রকাশের সময় : নভেম্বর ৫, ২০২৫, ২:৪৯ অপরাহ্ন / ৮৫
শ্রোতা ক্লাব পর্যায়ে গোষ্ঠী ভিত্তিক অনুষ্ঠান ‘সেতু’তে অংশগ্রহণ করল ঢাকার “চড়ুইভাতি বেতার শ্রোতা ক্লাব”

এম. জুলফিকার আলী ভুট্টো,
বিশেষ প্রতিনিধি-

আজ ৫ নভেম্বর-২০২৫ খ্রি. বুধবার বেলা ১১:০৫ মিনিটে বেলা ১১ টার সংবাদের পরে শ্রোতা ক্লাব পর্যায় গোষ্ঠী ভিত্তিক অনুষ্ঠান ‘সেতু’ অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার ঢাকার “ক” চ্যানেল প্রচারিত হয়। শ্রোতা ক্লাব পর্যায়ে গোষ্ঠী ভিত্তিক অনুষ্ঠান ‘সেতু’র এ অনুষ্ঠানটিতে এবারে অংশগ্রহণ করেন ভাকুর্দা, সাভার, ঢাকার বেতার শ্রোতা সংগঠন “চড়ুইভাতি বেতার শ্রোতা ক্লাব”।

বেতার সবার জন্য, সব সময় সবখানে এই স্লোগানকে সামনে রেখে এগিয়ে চলা বাংলাদেশ বেতার ঢাকার “ক” চ্যানেলে প্রচারিত হয় বেতার শ্রোতা গোষ্ঠী ভিত্তিক অনুষ্ঠান “সেতু” এই সেতু অনুষ্ঠানে অংশগ্রহণ করেন চড়ুইভাতী বেতার শ্রোতা ক্লাবের সভাপতি সাবেক ইউপি সদস্য মো. শাহাদাত মেম্বার, চড়ুইভাতি ক্লাবের সদস্য যথাক্রমে-মাকসুদা আক্তার, মো. ওসমান গণি, মোকলেসুর রহমান ছোটন, ইয়াছিন উল্লাহ শিশির ও বাউল শিল্পী জামাল দেওয়ান প্রমূখ। বাংলাদেশ বেতারের উপস্থাপিকা ইওরমা শায়ের জাহানেরনসঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত বেতার শ্রোতারা ক্লাব কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। অনুষ্ঠানে বাউল শিল্পী জামাল দেওয়ান এবং ক্লাবের সভাপতি মো. শাহাদাত মেম্বার গান পরিবেশন করেন। অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার ঢাকার “ক” চ্যানেলে গত ২৯ অক্টোবর-২০২৫ খ্রি. তারিখে অনুষ্ঠানটি বাণীবদ্ধ করা হয়। যা আজকে প্রচারিত হ’ল। অনুষ্ঠানটি শুনতে টিউন করুন এ এম ৬৯৩ কিলোহার্জ রেডিও সেটে সারা দেশে। এফএম ১০৬ মেগাহার্জ ঢাকা ও ঢাকার আশেপাশে শোনা গেছে।

সেতু অনুষ্ঠানে শ্রোতার সংগঠনের সভাপতি সাবেক ইউপি সদস্য মো. শাহাদাত মেম্বার জানান-বিগত ২০১৭ সালে ৪০ জন বেতার শ্রোতাদের নিয়ে পিকনিকের ব্যবস্থা করা হয়। একজন বেতার শ্রোতার অনুপ্রেরণায় ঢাকা জেলার ভিতরে হলেও একদম গ্রামীণ পরিবেশে এই অনুষ্ঠানের মাধ্যমে গঠিত হয় এই বেতার শ্রোতা ক্লাব। যেহেতু পিকনিকের অনুষ্ঠান ছিল সেই অনুসারে শ্রোতা ক্লাবের নামকরণ করা হয়, “চড়ুইভাতি বেতার শ্রোতা ক্লাব” তিনি এই অনুষ্ঠানে আরও বলেন এই সংগঠনের মাধ্যমে উদ্বুদ্ধকরণের মাধ্যমে বেতার শ্রোতা বাড়ানো হচ্ছে। প্রতি বছর সকল বেতার শ্রোতাদের আর্থিক সহায়তায় জাঁকজমকপূর্ণ ভাবে বেতার শ্রোতা মিলন মেলা অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানের মাধ্যমে নতুন শ্রোতাদের রেডিও সেট উপহার হিসেবে প্রদান করা হয়। অনুরোধের আসর পরানের গান ও নিবেদন ছাড়াও স্থানীয় কৃষকদের আহবান করে বেতারের কৃষি কার্যক্রম মূলক অনুষ্ঠান শোনানো হয় এবং এই সংগঠনের মাধ্যমে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করা হয়। অনুষ্ঠানে অত্র ক্লাবের সদস্য পল্লী চিকিৎসক মাকসুদা আক্তার বলেন-আমি ১০/১৫ আগে থেকে বেতার শুনে আসছি এবং এই বেতার শ্রোতা সংগঠনের সাথে জড়িত হয়ে আমার কর্মময় জীবনের পাশাপাশি মা ও শিশুদের জন্য বেতারে প্রচারিত অনুষ্ঠান, উঠান বৈঠকের মাধ্যমে জনসাধারণের মাঝে ছড়িয়ে দিচ্ছি। বেতার শ্রোতা সংগঠনের আরেক সদস্য মো. ওসমান গনি বলেন-আমি ব্যক্তিগত ভাবে অনেক আগে থেকেই বেতার শুনে আসছি আমি এই বেতার শ্রোতা সংগঠনের সাথে ২০১৭ সালে জড়িত হই। আমার এলাকায় এক সময় সংগঠনের সভাপতি মো. শাহাদাত মেম্বার গিয়ে ছিল সেখানে একজন মুরুব্বির টিউমারে আক্রান্ত হয়, তাকে শাহাদাত মেম্বারসহ অত্র ক্লাবের সদস্যরা চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করা হয়। ক্লাবের অন্যতম সদস্য মোকলেদসুর রহমান ছোটন তিনি এই অনুষ্ঠানে বলেন তিন বছর হ’ল আমি এই সংগঠনে জড়িত হয়েছি। এর আগে আমি নিয়মিত বেতারে অনুষ্ঠান শুনছি। তিনি তার পিতার প্রশংসা করে বলেন-ছোটবেলায় আমার পিতা আমাকে একাধিক রেডিও সেট কিনে দেয় সেই থেকে বেতার শুনে আসছি। তিনি আরও বলেন এই সংগঠনের শ্রোতা সম্মেলন জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়। তিনি বেতার অনুষ্ঠান শোনার ক্ষেত্রে চিঠিপত্রের জবাব দানের অনুষ্ঠান সমীপেষু, ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণ ও ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণের কথা উল্লেখ করেন। বিগত দিনে এই সংগঠনের শ্রোতা সম্মেলন অনুষ্ঠানে ৪০ প্রকার ভর্তা প্রদান করা হয়। যা সত্যিই প্রশংসার দাবিদার। তার আলোচনায় উঠে আসে নরসিংদী বেতার শ্রোতা ফাউন্ডেশনের অনুষ্ঠানের কথা। বিশিষ্ট বেতার শ্রোতা এই বেতার শ্রোতা সংগঠনের অন্যতম সদস্য ইয়াছিন উল্লাহ শিশির বলেন-তিনি ১৯৮৭ সাল থেকে বেতারের অনুষ্ঠান শুনে আসছেন। ১৯৯২ সাল থেকে আজ পর্যন্ত বেতারের নিয়মিত লেখালেখি করেন। বেতার শ্রোতা জীবনে বেতার কর্তৃক অনেক পুরস্কার পেয়েছেন বলে জানান। তিনি বেতার সম্পর্কে একটি অদ্ভুত অনুভূতি প্রকাশ করেন, বেতার সম্পর্কে তিনি তার প্রতিবেশীর কাছে জিজ্ঞাসা করে ছিলেন, বেতারে গান ও কথা আসে প্রতিবেশী তাকে জানালেন রেডিওর ভিতরে ছোট ছোট মানুষ আছে সে ধারণা আমি অনেক দিন পোষণ করেছি। এক সময় সে ধারণা মিথ্যা প্রমাণিত হয়। বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকার “খ” চ্যানেল থেকে প্রচারিত বিভিন্ন অনুষ্ঠানমালা শুনতাম যেমন “বেবী লজেন্স সংগীত মালা’। জে/এ