সদর দপ্তরের প্রতিনিধি দলের সাথে যুব রেড ক্রিসেন্ট মানিকছড়ি ইউনিটের সৌজন্য স্বাক্ষাত


প্রকাশের সময় : ডিসেম্বর ১৫, ২০২২, ৬:৪৪ অপরাহ্ন / ৪৫৮
সদর দপ্তরের প্রতিনিধি দলের সাথে যুব রেড ক্রিসেন্ট মানিকছড়ি ইউনিটের সৌজন্য স্বাক্ষাত

এম. জুলফিকার আলী ভূট্টো, বিশেষ প্রতিনিধি-

যুব রেড ক্রিসেন্ট মানিকছড়ি ইউনিটের সাথে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধি দলের মানিকছড়ি প্রেসক্লাব মিলনায়তনে সৌজন্য স্বাক্ষাত অনুষ্ঠিত হয়।

১৫ ডিসেম্বর-২০২২ খ্রি. বৃহস্পতিবার সকাল ১০ টায় মানিকছড়ি প্রেসক্লাব মিলনায়তনে যুব রেড ক্রিসেন্ট মানিকছড়ি ইউনিটের সাথে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধি দলের হালকা নাস্তা, চা চক্র, সদর দপ্তরের প্রতিনিধি দল যুব রেড ক্রিসেন্ট মানিকছড়ি উপজেলা ইউনিট এ আগমনে ইউনিটের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা এ সময় যুব সদস্যদের দিক-নির্দেশনামূলক পরামর্শ দেন এবং মানিকছড়ি ইউনিটের কার্যপরিধি সম্পর্কে জানেন ও পরিচয় শেষে ও সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে এ সৌজন্য স্বাক্ষাত অনুষ্ঠিত হয়।

প্রতিনিধি দলে ছিলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মানব সম্পদ বিভাগের কো-অর্ডিনেটর, মো. নিজাম উদ্দিন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সেফার একসেস কার্যক্রমের কো-অর্ডিনেটর, কাজী রাশেদ শিমুল, কক্সবাজার আই.সি.আর. সি’র কো-অর্ডিনেসন অফিসার, সজল তন্চংগা ও নোয়াখালী যুব ইউনিটের, নুসরাত জাহান প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য ও মানিকছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, সাংবাদিক আবদুর মান্নান, সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন, মানিকছড়ি উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি, এম. জুলফিকার আলী ভূট্টো, যুব রেড ক্রিসেন্ট মানিকছড়ি ইউনিটের যুব প্রধান ও সাংবাদিক থোয়াইঅং মারমা।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন, যুব রেড ক্রিসেন্ট মানিকছড়ি ইউনিটের বিভিন্ন বিভাগের স্বেচ্ছাসেবী কর্মী যথাক্রমে-আবদুল আউয়াল, মো. আবু জাফর, মো. রবিউল হাসান, মো. জুবায়ের হোসেন, ইয়াসির আরাফাত, হ্লাম্রাসং মারমা, সানুবাই মারমা ও কমলা মারমা।


There is no ads to display, Please add some