সমাজ সংসার


প্রকাশের সময় : জুলাই ৮, ২০২৪, ৬:১৮ অপরাহ্ন / ৯৭
সমাজ সংসার

সমাজ সংসার
শিব্বির দেওয়ান

শিশির ভেঁজা ক্রন্দন
বিস্ফোরিত বিলাপ ভাঙ্গন প্লাবন।
খুঁজি ফিরি জয়
কামনা অক্ষয়,
ফিরে ফিরে আসে পরাজয়।

শোষক কান্ডে বিলাপ
জনে জনে আলাপ।
সেবক শোষক হয়ে খাদক বনে
মলিন হাসি দু:খ মনে।
নিয়মধারা কই
অনিয়মে সুঁই।

রক্তক্ষরণ
অশ্রু প্লাবন।
নিয়মধারা সুকংচিত
সেবা-ন্যায়বিচার পরাজিত।

ভালো নেই সমাজ সংসার
বিবেকবোধ জাগ্রত হও আবার।
ছকিনার অশ্রু জল মুছো
তার দু:খ নিজের ভাবো।

পুষ্টিহীন জবেদার শরীরে করো রক্ত সঞ্চারিত
বাঁচার ইচ্ছা শুভেচ্ছা।
সুবোধ আলীর যৌবনে পরেছে ভাঁটা
সম্মুখ সমরে তুলে নাও সকল কাঁটা।

নিজের সকেল পরার্থে বিকেল
এমন যেন না হয় মানবতার জয় হয়।
তবেই সেবক সেবা ছন্দে
পরাণ সুখে নিরানন্দে।