
জামালপুরের সরিষাবাড়ীতে পৃথক দুটি ঘটনায় প্রাণ হারিয়েছেন ইলেকট্রিক মিস্ত্রি সেলিম মিয়া (৩৫) ও স্কুলশিক্ষার্থী সিফাত মিয়া (১৬)। রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ও দুপুরে এ দুর্ঘটনাগুলো ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিকেলে ডোয়াইল ইউনিয়নের চরবালিয়া গ্রামের হরমুজ আলীর বাড়ির সামনে বিদ্যুৎ লাইন মেরামতের সময় বিদ্যুতায়িত হন সেলিম মিয়া। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত সেলিম পৌর এলাকার বাউসি চন্দনপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।
অন্যদিকে, দুপুরে ভাটারা ইউনিয়নের ভাটারা গ্রামে বজ্রপাতে প্রাণ হারায় দশম শ্রেণির ছাত্র সিফাত মিয়া। সে ভাটারা আব্দুর রাজ্জাক খান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্থানীয় মোশারফ হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির সময় বাড়ির পাশে আমগাছের নিচে বসে ছিল সিফাত। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :