সরিষাবাড়ীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ


প্রকাশের সময় : ডিসেম্বর ৩, ২০২২, ২:২৯ অপরাহ্ন / ৪০৪
সরিষাবাড়ীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

 

কামরুজ্জামান লিটন, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে শীতার্ত দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়েছে।

গত শুক্রবার (২ডিসেম্বর) রাতে উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ীতে জেলা যুব ইউনিয়নের উদ্যোগে দেড় শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

জেলা যুব ইউনিয়নের সভাপতি ইঞ্জিনিয়ার
মাহবুব জামান জুয়েল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কম্বল বিতরণ করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাফি, সহ সাধারণ সম্পাদক আল আমিন, উপজেলা যুব ইউনিয়নের বিপ্লব মিয়া প্রমুখ।