[gtranslate]

সাঁথিয়ায় ইউএনও রিজু তামান্নার হাতে লাইব্রেরির নবজাগরণ!


প্রকাশের সময় : অক্টোবর ৩০, ২০২৫, ৫:১৪ অপরাহ্ন / ১৩৬
সাঁথিয়ায় ইউএনও রিজু তামান্নার হাতে লাইব্রেরির নবজাগরণ!

শামীম আহমেদ পাবনা জেলা প্রতিনিধি:–

পাবনা জেলার সাঁথিয়া উপজেলা পরিষদে দীর্ঘদিন বন্ধ থাকা উপজেলা লাইব্রেরি আজ ৩০ শে অক্টোবর ২০২৫ ইং রোজ বৃহস্পতিবার সকালে আবারও নতুন রূপে যাত্রা শুরু করেছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিজু তামান্নার উদ্যোগে এই লাইব্রেরি পুনরায় চালু হওয়ায় বইপ্রেমী ও শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস।

ইউএনও রিজু তামান্না বলেন, “লাইব্রেরি হলো আলোর পথের দিশারী। তরুণ প্রজন্মকে বইয়ের সঙ্গে যুক্ত করতেই আমরা এই উদ্যোগ নিয়েছি।”

স্থানীয় শিক্ষক, ছাত্রছাত্রী ও সুশীল সমাজের প্রতিনিধিরা জানান, এই উদ্যোগে সাঁথিয়া উপজেলার সংস্কৃতি ও শিক্ষা চর্চায় নতুন গতি আসবে।

লাইব্রেরির নতুন সাজে যুক্ত হয়েছে পাঠাগার কক্ষ, বই সংরক্ষণের ব্যবস্থা, এবং পাঠকদের জন্য আরামদায়ক পরিবেশ। ভবিষ্যতে আরও বই ও ডিজিটাল সুবিধা যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।
বইয়ের আলোয় আলোকিত হোক সাঁথিয়া — এ প্রত্যাশাই সবার!