[gtranslate]

সাঁথিয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও সবজির বীজ বিতরণ


প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০২৫, ৯:৩১ অপরাহ্ন / ১০৮
সাঁথিয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও সবজির বীজ বিতরণ

শামীম আহমেদ, 

পাবনা জেলা প্রতিনিধি-

পাবনা জেলার সাঁথিয়া উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় রবি মৌসুমে কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বিভিন্ন শাক-সবজির বীজ বিতরণ করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি অফিসার সঞ্জীব কুমার গোস্বামীর পরিচালনায় এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না। অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহিদুল ইসলাম ইলিয়াসসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। বসতবাড়ি ও মাঠে চাষযোগ্য আগাম শীতকালীন শাক-সবজির উৎপাদন বাড়ানোর লক্ষ্যে এই প্রণোদনা প্রদান করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস বলেন, “চলতি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার কৃষকদের মাঝে বিভিন্ন শাক-সবজির বীজ বিতরণ করা হয়েছে, যা সবজি চাষে উৎসাহ জোগাবে।” উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না বলেন, “সরকারের এই প্রণোদনা কর্মসূচি কৃষকদের অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আশা করি, কৃষকরা সঠিক ভাবে এই সহায়তা ব্যবহার করে ফলন বৃদ্ধি করবেন।” উপজেলা কৃষি অফিসার সঞ্জীব কুমার গোস্বামী জানান, “এই উদ্যোগের মাধ্যমে কৃষকদের উৎপাদন বৃদ্ধি, স্বনির্ভরতা অর্জন এবং আগাম শীতকালীন সবজির আবাদে আগ্রহী করে তুলবে বলে আমরা আশাবাদী।”