

শামীম আহমেদ,
পাবনা জেলা প্রতিনিধি–
পাবনার সাঁথিয়া উপজেলার জনতা ব্যাংক বনগ্রাম শাখার প্রিন্সিপাল অফিসার হেমায়েত করিমের বিরুদ্ধে গ্রাহকের সাড়ে ৯ কোটি টাকা তছরুপের অভিযোগে মামলা দায়েরের পর তাকে গ্রেফতার করেছে আতাইকুলা থানা পুলিশ। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ অভিযুক্ত কর্মকর্তাকে সাময়িক ভাবে বহিষ্কার (সাসপেন্ড) করেছে। জানা যায়, হেমায়েত করিম দীর্ঘদিন ধরে কৌশলে গ্রাহকদের জমাকৃত অর্থ ব্যাংকের হিসাবভুক্ত না করে ব্যক্তিগত ভাবে আত্মসাৎ করে আসছিলেন। গত বুধবার (১৫ অক্টোবর) এক নারী গ্রাহক টাকা তুলতে গেলে তার একাউন্টে জমাকৃত অর্থ না থাকায় বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষের নজরে আসে। পরবর্তীতে জনতা ব্যাংক পাবনা শাখার কর্মকর্তারা তদন্ত করে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পান। এরপর ব্যাংক কর্তৃপক্ষ হেমায়েত করিমকে আতাইকুলা থানা পুলিশের হাতে সোপর্দ করে। গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে শতাধিক গ্রাহক ব্যাংকে উপস্থিত হয়ে নিজেদের একাউন্ট যাচাই করতে থাকেন। এতে ব্যাংক প্রাঙ্গণে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়। জনতা ব্যাংক পাবনা শাখার প্রিন্সিপাল অফিসার মঞ্জুরুল হক বলেন, “হেমায়েত করিমের বিরুদ্ধে আমরা তদন্তে এসেছি। তিনি এখান থেকেই বদলি হয়েছিলেন। ঘটনার পরপরই তাকে নওগাঁ শাখায় বদলি করা হয়।” অন্য দিকে জনতা ব্যাংক বনগ্রাম শাখার ব্যবস্থাপক ফরিদুর রহমান জানান, “অভিযুক্ত হেমায়েত করিমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং বিভাগীয় তদন্ত প্রক্রিয়া চলমান।” আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আলমগীর হোসেন বলেন, “ব্যাংক ব্যবস্থাপক ফরিদুর রহমানের দায়ের করা সাড়ে নয় কোটি টাকা আত্মসাতের মামলায় জনতা ব্যাংকের প্রিন্সিপাল অফিসার হেমায়েত করিমকে গ্রেফতার করা হয়েছে।”
আপনার মতামত লিখুন :