[gtranslate]

সাঁথিয়ায় নবাগত সহকারী ভূমি কমিশনার আসিফ রায়হানের সাথে সাংবাদিক নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ


প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২৫, ৬:১৪ অপরাহ্ন / ৪২
সাঁথিয়ায় নবাগত সহকারী ভূমি কমিশনার আসিফ রায়হানের সাথে সাংবাদিক নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

পাবনা জেলা প্রতিনিধি :-

পাবনার সাঁথিয়ায় নবাগত সহকারী ভূমি কমিশনার (এসি ল্যান্ড) মো. আসিফ রায়হানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জার্নালিস্ট ভয়েস অব বাংলাদেশ পাবনা জেলা কমিটির সভাপতি আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক শামীম আহমেদ।
আজ বুধবার (২২ অক্টোবর ২০২৫) সকাল ১১টার দিকে সাঁথিয়া উপজেলা ভূমি অফিসে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে তারা নবাগত কর্মকর্তাকে সাঁথিয়ায় স্বাগত জানান এবং ভবিষ্যতে উন্নয়নমূলক ও জনসেবামূলক কার্যক্রমে পারস্পরিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।
সহকারী ভূমি কমিশনার আসিফ রায়হান সাংবাদিক নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাতে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সুশাসন ও জনকল্যাণে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সাক্ষাৎ শেষে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে সৌজন্য সাক্ষাতের সমাপ্তি ঘটে।