[gtranslate]

সাঁথিয়ার পুন্ডরিয়া পশ্চিমপাড়া বাইতুন নূর জামে মসজিদে ১০টি ফ্যান বিতরণ


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৫, ২০২৫, ৯:১২ অপরাহ্ন / ৪৮
সাঁথিয়ার পুন্ডরিয়া পশ্চিমপাড়া বাইতুন নূর জামে মসজিদে ১০টি ফ্যান বিতরণ
শামীম আহমেদ পাবনা প্রতিনিধিঃ-

পাবনার সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নের পুন্ডরিয়া গ্রামের পশ্চিমপাড়া বাইতুন নূর জামে মসজিদে ১০টি ফ্যান বিতরণ করা হয়েছে। আজ সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিজু তামান্না মসজিদ কর্তৃপক্ষের হাতে এসব ফ্যান তুলে দেন।

এসময় স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা ইউএনও রিজু তামান্নার এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এতে মসজিদে নামাজ আদায় আরও স্বাচ্ছন্দ্যময় হবে।

ইউএনও রিজু তামান্না বলেন, “মসজিদ হলো ইবাদতের কেন্দ্র। মুসুল্লিদের জন্য আরামদায়ক পরিবেশ নিশ্চিত করা আমাদের কর্তব্য।”

স্থানীয়দের পক্ষ থেকে ইউএনওকে ধন্যবাদ জানানো হয় এবং ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।