সাংবাদিকদের সন্তানদের বৃত্তি ও প্রবীণ সাংবাদিকদের অনুদানের আওতায় আনা হবে- এম আবদুল্লাহ


প্রকাশের সময় : নভেম্বর ৫, ২০২৪, ১০:৩৫ অপরাহ্ন / ৩১
সাংবাদিকদের সন্তানদের বৃত্তি ও প্রবীণ সাংবাদিকদের অনুদানের আওতায় আনা হবে- এম আবদুল্লাহ

 

প্রেস বিজ্ঞপ্তি:

বর্তমান সরকার সাংবাদিকদের কল্যানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দীর্ঘ মেয়াদে সাংবাদিকদের কল্যানে কাজ করবে সাংবাদিক কল্যান ট্রাস্ট। দেশব্যাপী সাংবাদিকদের ডাটাবেইজের ভান্ডার তৈরী করা হবে যাতে প্রকৃত সাংবাদিকরা উপকৃত হয় এবং অপ-সাংবাদিকতা বিলুপ্ত হয়। এ ছাড়া তথ্য উপদেষ্টা মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় সাংবাদিক কল্যান ট্রাস্ট থেকে সাংবাদিকদের সন্তানদের কল্যানে শিক্ষাবৃত্তি ও প্রবীণ সাংবাদিকদের অনুদানের ব্যবস্থা করা হবে এ বিষয়ে দ্রুত নীতিমালা জারি করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সাংবাদিক কল্যান ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ। তিনি ৫ নভেম্বর মঙ্গলবার বিকেলে ফেনীর একটি রেস্টুরেন্টে সাংবাদিক কল্যান ট্রাস্টের উদ্যোগে ফেনী, লক্ষীপুর,চাঁদপুর ও কুমিল্লার ৩২ জন সাংবাদিকদের মধ্যে অনুদান বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।

ফেনী জেলা তথ্য অফিসার আল আমিনের সভাপতিত্বে ও যমুনা টিভির জেলা প্রতিনিধি আরিফুর রহমানের সঞ্চালনায় এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহিম, আবু তাহের,ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, ফেনী জেলা জামায়াত ইসলামীর প্রচার সম্পাদক আ.ন.ম আবদুর রহিম। অতিথিবৃন্দ পরে সাংবাদিকদের মধ্যে অনুদানের চেক বিতরণ করেন।

এর আগে নিজ জেলা ফেনীতে এম আবদুল্লাহ কে সংবর্ধনা প্রদান করেন ফেনীতে কর্মরত সাংবাদিকবৃন্দ।
মঙ্গলবার (০৫ নভেম্বর) জেলার কর্মরত সাংবাদিকদের ব্যানারে স্থানীয় হোটেল বেস্ট ইন’রহল রুমে এ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, ফেনী জেলা তথ্য অফিসার আল আমিন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহিম, আবু তাহের,ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, ফেনী জেলা জামায়াত ইসলামির প্রচার সম্পাদক আ.ন.ম আবদুর রহিম।ফেনী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আরিফুর রহমান ও এস এম ইউসুফ আলীর যৌথ সঞ্চালনায় ও ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আব্দুর রহিমের সভাপতিত্বে সংবর্ধিত অতিথিকে শুভেচ্ছা জানিয়ে আরও বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি মো: শাহাদাত হোসেন শান্ত,কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি শাহ আলম শফি, মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জসিম মাহমুদ,সময় টেলিভিশন ফেনী ব্যুরোর সিনিয়র রিপোর্টার আতিয়ার সজল,সাংবাদিক ইউনিয়ন ফেনী’র সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এম এ জাফর,ইয়ুথ জার্নালিস্ট ফোরাম ফেনী জেলা শাখার সভাপতি শাহজালাল ভূঁইয়া,ফটো জানার্লিস্ট এসোসিয়েশন ফেনীর সভাপতি এমরান পাটোয়ারী, দাগনভূঞা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ইয়াছিন সুমন,পরশুরাম প্রেসক্লাবের সভাপতি এম এ হাসান,ফুলগাজী প্রেসক্লাবের সভাপতি কবির আহমদ নাসির, সোনাগাজী প্রেসক্লাবের সভাপতি আমজাদ হোসেন নাহিদ,ছাগলনাইয়া প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর কবির লিটন প্রমূখ।

এ সময় ফেনীর সোনালী সন্তান ও দেশের মজলুম সাংবাদিকদের আপনজন এম আবদুল্লাহকে সম্মাননা স্মারক প্রদানসহ ফেনী জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন, উপজেলা প্রেসক্লাব, স্থানীয় একাধিক দৈনিক, সাপ্তাহিক পত্রিকা ও কুমিল্লা,চাঁদপুর, নোয়াখালী এবং লক্ষীপুর জেলার সাংবাদিকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়।