রিয়াজুল হক সাগর রংপুর জেলা প্রতিনিধিঃ
সাংবাদিক আফতাব হোসেনের মাগফেরাত কামনায় সিটি প্রেসক্লাবের দোয়া
রংপুর সিটি প্রেস ক্লাবের উদ্যোগে সিনিয়র সাংবাদিক ও সংগঠক প্রয়াত আফতাব হোসেনের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২১ অক্টোবর) বাদ মাগরিব সিটি প্রেসক্লাব মিলনায়তনে এ দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পূর্বে আলোচনায় ক্লাবের সভাপতি স্বপন চৌধুরী’র সভাপতিত্বে প্রয়াত আফতাব হোসেনের স্মৃতিচারণমুলক বক্তব্য রাখেন মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ, সিটি প্রেসক্লাবের সহ-সভাপতি জুয়েল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান বাবলু, কোষাধ্যক্ষ রেজাউল করিম জীবন, প্রচার সম্পাদক ফুয়াদ হাসান, সদস্য তারেকুল ইসলাম তারেক, আকতার হোসেন, আরমানুল হক, নুর মোহাম্মদ, সাংবাদিক তাহমিনা আফরিন, সাংবাদিক মিঠুসহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা শেষে দোয়া মোনাজাত করেন হাফেজ মাওলানা আ ন ম শহীদুল ইসলাম।
আপনার মতামত লিখুন :