মোঃ আলফাত হোসেন সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
সাতক্ষীরায় ট্রাফিক পুলিশের ভূমিকায় রাস্তায় নেমেছেন শিক্ষার্থীরা। এতে যান চলাচলে অনেকটাই গতি ফিরেছে।
বুধবার (৭ আগস্ট) শহরের খুলনা রোড মোড়, পাকাপোল মোড়, জজকোর্ট, সদর হাসপাতালের মোড়, এসপি বাংলোর মোড়, বড় বাজার সড়কসহ কয়েকটি জনগুরুত্বপূর্ণ সড়কে যানজট নিরসনে কাজ করতে দেখা যায় শিক্ষার্থীদের। এছাড়াও পরিষ্কার-পরিচ্ছন্নতায় অংশ নিয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানায়, শহরে ট্রাফিক পুলিশ দায়িত্বে না থাকায় যানজট সৃষ্টি হচ্ছিল। একারণে তারা যানজট নিরসনে কাজ করছেন। একই সাথে শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনা সরিয়ে নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :