সাপাহারে “কাবাডি” টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত


প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২২, ১২:৪৬ অপরাহ্ন / ৪৪২
সাপাহারে “কাবাডি” টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

 

নাজমুল হক সনি,  সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ-  নওগাঁর সাপাহারে জনপ্রিয় “কাবাডি” টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে

শনিবার দিনগত রাত সাড়ে নয়টার দিকে উপজেলার মধ্য কলমুডাঙ্গা বড়িপাড়া কাবাডি টুর্নামেন্টের ফাইনাল খেলা শিমুলডাঙ্গা বনাম আলাদিপুর গ্রামের খেলোয়ারদের মাঝে অনুষ্ঠিত হয়। এতে প্রধান বিজয়ী হিসেবে চ্যাম্পিয়ন হয় শিমুলডাঙ্গা গ্রাম।

 

শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনাসভায়প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন।

পাতাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অন্যান্য’র মধ্যে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, উপজেলা প্রোগ্রামার অফিসার মোস্তাফিজুর রহমান, গোয়ালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ/ মনি ২১


There is no ads to display, Please add some