সাবেক এমপি গিনি ও জ্যাকব গ্রেফতার


প্রকাশের সময় : অক্টোবর ১, ২০২৪, ৬:২০ অপরাহ্ন / ২৩
সাবেক এমপি গিনি ও জ্যাকব গ্রেফতার

ডেস্ক রিপোর্ট-

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মাহবুব আরা বেগম গিনি ও আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ অক্টোবর) ভোরের দিকে রাজধানীর পৃথক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জাতীয় সংসদের সাবেক হুইপ গিনি গাইবান্ধা-২ আসনের এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী জ্যাকব ভোলা-৪ আসনের সংসদ সদস্য ছিলেন।

রেজাউল করিম মল্লিক জানান, গিনি ও জ্যাকব গত ৫ আগস্টের পর দায়ের হওয়া একাধিক মামলার আসামি। তাদেরকে কোন কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে, সেই সিদ্ধান্ত পরে নেওয়া হবে।

সূত্র:ইত্তেফাক।