সিরাজগঞ্জের বিশিষ্ট বেতার শ্রোতা মো. রফিকুল ইসলাম হৃদয়ের আজ শুভ জন্মদিন


প্রকাশের সময় : জুলাই ১৫, ২০২৪, ১:০৯ অপরাহ্ন / ১৫৭
সিরাজগঞ্জের বিশিষ্ট বেতার শ্রোতা মো. রফিকুল ইসলাম হৃদয়ের আজ শুভ জন্মদিন

এম. জুলফিকার আলী ভূট্টো, বিশেষ প্রতিনিধি-

মোঃ রফিকুল ইসলাম হৃদয়, পিতার নাম মো. আনোয়ার হোসেন, মাতা মোছা. সুন্দরী খাতুন, গ্রাম-বারপাখিয়া, পোস্ট অফিস-জামিরতা, ইউনিয়ন-সোনাতনী, উপজেলা, শাহজাদপুর, জেলা-সিরাজগঞ্জ। বর্ণিত বেতার শ্রোতার আজ শুভ জন্মদিন।

তিনি নিজের পড়াশোনার পাশাপাশি কিছু ছাত্র-ছাত্রীদের প্রাইভেট পড়ানোর কাজে নিয়োজিত আছেন এই বেতার শ্রোতা এবং লেখক হিসেবে কবি কবিতা লেখায় পারদর্শী। বেতারের এই শ্রোতা অনার্স ফাইনাল ইয়ারে অধ্যয়নরত আরবি, বাংলা, ইংরেজি ভাষার পারদর্শী শান্ত স্বভাবের ব্যক্তিত্ব একজন বাংলাদেশ বেতারসহ অন্যান্য বেতারের শ্রোতা।

জন্ম ১৫ জুলাই ১৯৯৯ তারিখে যমুনা নদীর পাড়ে বেড়ে ওঠা এই লোকটি ৫ সদস্যের একটি পরিবার আলাপকালে জানা যায় তারা তিন ভাই তাদের কোন বোন নেই। তিন ভাইয়ের মধ্যে তিনিই পরিবারের বড় সন্তান।

তিনি পূর্ব জগতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ২০০৯ সালে ৫ম শ্রেণি পাশ করেন ও জামিরতা উচ্চ বিদ্যালয় থেকে ২০১৫ সালে এসএসসি বিজ্ঞান বিভাগে এবং জামিরতা ডিগ্রি কলেজ থেকেই ২০১৭ এইচএসসি মানবিক বিভাগ থেকে পাশ করেন। এই বেতার শ্রোতা শাহজাদপুর সরকারি কলেজ থেকে ২০১৭-২০১৮ সেশন ইতিহাস ডিপার্টমেন্টের অনার্স ফাইনাল ইয়ারে অধ্যয়নরত আছেন। লেখাপড়ার পাশাপাশি কৃষি কাজের সাথে জড়িত। এই শ্রোতাবন্ধু বাংলাদেশ বেতারের নিয়মিত শ্রোতা, বাংলাদেশ বেতার সে ছোট বেলায় থেকে শুনছে ও বেতারে চিঠিপত্র লিখে থাকেন।

এক পর্যায় বাংলাদেশ বেতারের সকল শ্রোতাদের তার শুভ জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বেতারের এই শ্রোতা অকপটে বেতার শ্রোতাদের নাম উল্লেখ করলেন সেই সব শ্রোতারা হলেন যথাক্রমে বগুড়ার মো. ইসমাইল হোসেন, নিশিতা জাহান তিশা, মো. হেলাল হোসেন, মুসফিকা নওরিন ফাতেমা, মো. মোহাইমিনুর রহমান, সুরাইয়া সুমনা সাথী, মাহফুজ মুরাদ, মো. জিল্লুর রহমান, আরিফুল ইসলাম আরিফ, মমতা রোজ কলি, মো. শাহাদাত হোসেন, এম আব্দুর রাজ্জাক, মো. শাহাবুল ইসলাম শাওন, দিদারুল ইকবাল, শামীম আহমেদ, আবুল কালাম, হুসাইন মুসা, শাহজালাল হাজারী, রোমান মোল্লা ও এম.জুলফিকার আলী ভুট্টোসহ আরও অনেকেই বেতার শ্রোতার নাম উল্লেখ করেন।

বেতার শ্রোতা মো. রফিকুল ইসলাম হৃদয়ের শুভ জন্মদিনে অনেক বেতার শ্রোতা, বেতার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ অনেকেই তার শুভ জন্মদিন উপলক্ষে তাকে জন্মদিনের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন।


There is no ads to display, Please add some