সিরাজগঞ্জে এক মাদ্রাসা অধ্যক্ষকে মারপিট এবং লাঞ্চিত করায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত ।


প্রকাশের সময় : নভেম্বর ১৩, ২০২২, ৯:৩৩ অপরাহ্ন / ৪৯২
সিরাজগঞ্জে এক মাদ্রাসা অধ্যক্ষকে মারপিট এবং লাঞ্চিত করায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত ।

 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার পাইকশা’র ইসলাম নগর দারুস সুন্নত ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ এবং স্বাধীনতা শিক্ষক পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখা’র কার্যনির্বাহী সদস্য মোঃ বজলুর রহমানকে রবিবার বিকেল আনুমানিক ৪ টায় উক্ত মাদ্রাসা প্রাঙ্গণে কতিপয় দুষ্কৃতকারী দ্বারা মারপিট এবং লাঞ্চিত হন। এর প্রতিবাদে

রোরবার সন্ধ্যা ৭ টায় সিরাজগঞ্জ শহরের মওলানা ডিগ্রি কলেজের মিলনায়তনে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) সিরাজগঞ্জের আয়োজনে, এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় তীব্র নিন্দা জানিয়ে দোষী দুষ্কৃতকারীদেরকে গ্রেফতার এবং শাস্তির দাবিতে বক্তব্যে রাখেন,

স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) সিরাজগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি এবিএম আসাদুজ্জামান চৌধুরী নাসিম, আতাউর রহমান বরাত, রেজাউল করিম রাজা, ফিরোজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ শাহিন বাদশা, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ সুইট সহ অন্যান্য কমিটির অন্যান্য সদস্য গণ এবং শিক্ষকবৃন্দরা উপস্থিত ছিলেন।
এঘটনায় থানায় মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।


There is no ads to display, Please add some