সিরাজগঞ্জে কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত


প্রকাশের সময় : জানুয়ারী ৩, ২০২৫, ৮:৫৩ অপরাহ্ন / ১০৭
সিরাজগঞ্জে কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

নাবিউর রহমান (চয়ন):- কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষে সিরাজগঞ্জের বাগবাটি ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন কৃষকদলের তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে সিরাজগঞ্জে ৮৪টি ইউনিয়নে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জের সদর উপজেলার বাগবাটি এলাকায় এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানা।

এসময় প্রধান অতিথি, কৃষকদের সমস্যা, কৃষি উন্নয়ন, কৃষকদের জীবনযাত্রার উপর আলোচনা করেন। কৃষক সমাজের উন্নয়নে কৃষকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। কৃষকদের নিয়ে বিএনপি ও তারেক রহমানের ভাবনার কথাও কৃষকদের জানান তিনি।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা কৃষকদের আহবায়ক মতিয়ার রহমান, বাগবাটি ইউনিয়ন বিএনপি’র সভাপতি, রেজাউর রহমান দুদু , সাধারণ সম্পাদক আব্দুল হাই। এছাড়াও সমাবেশে বিএনপি ও বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।