

মুকুল হোসেন:
মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের শ্যামপুর গ্রামে জনতার সহযোগিতায় এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
জানা যায়, গত ১৯ অক্টোবর (রবিবার) সন্ধ্যায় স্থানীয় নিশিপাড়া এলাকায় ইয়াবা বিক্রির সময় জনতা সোহাগ বাবু নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে। পরে তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক সোহাগ বাবু (পিতা: আব্দুস সালাম) স্থানীয় শ্যামপুর গ্রামের বাসিন্দা। এলাকাবাসীর অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিলেন।
পরে স্থানীয়রা তাকে আটক করে সিরাজগঞ্জ সদর থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
শ্যামপুর গ্রামের প্রবীণ মাত্ববর মোঃ আলাউদ্দিন মন্ডল তিনি সরেজমিন বার্তা কে জানান, আমরা গ্রামবাসী মিলে আমাদের এই শ্যামপুর গ্রামে যেন কোন মাদককারবারী না থাকে সেই জন্য আমরা সকলে মিলে সিরাজগঞ্জ সদর থানা, জেলা পুলিশ,কে লিখিত অভিযোগ দিয়েছি, তারপর
আজকে এই সোহাগ বাবুকে স্থানীয় জনতা ইয়াবা সহ হাতেনাতে আটক করেন।
স্থানীয় বাসিন্দা মো. হেলাল উদ্দিন বলেন, “আমরা বহুদিন ধরে দেখছি সোহাগ বাবু এলাকায় ইয়াবা বিক্রি করত। আজ তাকে হাতে-নাতে ধরতে পেরে সবাই স্বস্তি পেয়েছি। কিন্তু পুলিশের পক্ষ থেকে যদি নিয়মিত অভিযান চালানো হতো, তাহলে মাদক ব্যবসায়ীরা এতটা বেপরোয়া হতো না।”
অন্য এক স্থানীয় নারী রোকসানা খাতুন জানান, “আমাদের ছেলে-মেয়েরা মাদকের ভয়াবহতায় ঝুঁকছে। আমরা চাই প্রশাসন আরও কঠোর হোক।”
এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকলেছুর রহমান জানান “স্থানীয়দের সহযোগিতায় একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং জেল হাজতে পেরণ করা হয়েছে।
স্থানীয়রা জানান, সাম্প্রতিক বছরগুলোতে শ্যামপুরসহ আশপাশের এলাকায় মাদকের বিস্তার বেড়ে গেছে। তাই তারা চান— প্রশাসন ও সাধারণ মানুষ মিলে মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলুক।
আপনার মতামত লিখুন :