সিরাজগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু


প্রকাশের সময় : জুলাই ১৪, ২০২৪, ৮:০৬ অপরাহ্ন / ৭০
সিরাজগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ

পৌরএলাকার চককোবদাস পাড়ায় পুকুরের পানিতে  ডুবে জুনায়েদ (৮) নামের এক শিশুর মৃত্যু ঘটেছে।

রোববার (১৪ জুলাই) বেলা ১২টার দিকে পৌরএলাকার  চক কোবদাস পাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু জুনায়েদ পৌর শহরের চক কোবদাস পাড়া মোঃ আজিজুল হাকিমের শিশুপুত্র সে স্থানীয় চককোবদাস পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র ছিলেন।

জুনায়েদ এর চাচা সোহেল রানা  বলেন, আজ রবিবার  বেলা আনুমানিক বেলা ১২টার দিকে আমার ভাতিজা জুনায়েদ স্কুল থেকে বাড়িতে ফিরে তার মাকে পা ধোয়ার কথা বলে বাড়ীর পিছনে পুকুরে চলে যায়।

এসময় পা পিছলে পুকুরের গর্তের মধ্যে পড়ে যায়। পরে গর্ত থেকে জুনায়েদকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। জুনায়েদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।


There is no ads to display, Please add some