সিরাজগঞ্জে পুলিশ ও কোটা সংস্কারকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া, পুলিশ সহ আহত ১০, আটক ৮


প্রকাশের সময় : জুলাই ১৬, ২০২৪, ১০:৩৭ অপরাহ্ন / ৭৮
সিরাজগঞ্জে পুলিশ ও কোটা সংস্কারকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া, পুলিশ সহ আহত ১০, আটক ৮

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জে পুলিশ ও কোটা আন্দোলনকারীদের সাথে ধাওয়া পালটা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশসহ আহত হয়েছে অন্তত ১০ জন।

মঙ্গলবার (১৬ জুলাই)  দুপুর ৩ টার দিকে কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে জমায়েত শেষে পুলিশের বেরিকেড ভেঙ্গে মিছিল বের করে। মিছিলটি রেলগেট এলাকায় পৌছলে পুলিশ বাধা দিলে পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করে আন্দোলনকারীরা। এ সময় পুলিশের সাথে ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে আন্দোলন কারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় পুলিশসহ অন্তত ১০ জন আহত হয় ও ঘটনাস্থল থেকে ৮ জন বিক্ষোভকারী কে আটক করা হয়।

এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হান্নান মিয়া বলেন, আন্দোলনকারীদের সাথে বহিরাগতরা এসে বিশৃঙ্খলা তৈরি করেছিলো। আমরা সেটাকে ছত্রভঙ্গ করেছি।