সিরাজগঞ্জে পৌর স্কুল বিতর্ক প্রতিযোগিতার তৃতীয় পর্বের সমাপনী।


প্রকাশের সময় : অক্টোবর ৩১, ২০২২, ১০:০৭ অপরাহ্ন / ৪৪৯
সিরাজগঞ্জে পৌর স্কুল বিতর্ক প্রতিযোগিতার তৃতীয় পর্বের সমাপনী।

 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জ পৌরসভার সুযোগ্য মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা ঐকান্তিক প্রচেষ্টায় নতুন প্রজন্মদেরকে ভালোবাসার মেধা বিকাশ ও জন সচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্কুল-মাদ্রাসা’র শিক্ষার্থীদের নিয়ে ” পৌর স্কুল বিতর্ক প্রতিযোগিতা- ২০২২” অনুষ্ঠানের এর তৃতীয় পর্বের সমাপনী হয়েছে।

এতে প্রতিপাদ্য বিষয় ছিলো – ” জলবায়ু সহনশীল নগর উন্নয়নে শিল্প পার্ক এবং সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল একটি বাঁধা ”

সোমবার (৩১ অক্টোবর) সকাল ১০ টায় সিরাজগঞ্জ পৌরসভার আয়োজনে ও জি আইজেড এর সহযোগিতায়-পৌরসভার হলরুমে – তৃতীয় পর্বের স্কুল বিতর্ক প্রতিযোগিতার সমাপনী প্রতিযোগিতায় আশরাফুল মডেল স্কুল (পক্ষে) বনাম সবুজ কানন স্কুল এন্ড কলেজ (বিপক্ষে) এর মধ্যে প্রতিযোগিতায় সবুজ কানন স্কুল এন্ড কলেজ বিজয়ী হয়।
এতে বিচারক মন্ডলী ছিলেন, আব্দুস ছালাম মিয়া, নাসরিন জাহান নুপুর, রবিউল হাসান মন্ডল।

বেলা সাড়ে ১১ টায় সিরাজগঞ্জ সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (পক্ষে) বনাম সৃষ্টি সেন্টাল স্কুল এন্ড কলেজ (বিপক্ষে) প্রতিযোগিতায় – সৃষ্টি সেন্টাল স্কুল এন্ড কলেজ বিজয়ী হয়।

এ বিতর্ক প্রতিযোগিতার বিজ্ঞ বিচারক মন্ডলী ছিলেন, ডাঃ এ, কে, এম ফরহাদ হোসাইন, মেহেদী মোদাচ্ছের ও মেহেদী হাসান ।

উক্ত দুই টি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, পৌর প্যানেল মেয়র-(১) মোঃ নূরুল হক ।
সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌরসভার প্যানেল মেয়র (১) রিয়াদ রহমান এবং প্যানেল মেয়র (৩) শিখা খাতুন, সিরাজগঞ্জ প্রেসক্লাব এর সভাপতি মোঃ হেলাল আহমেদ, পৌরসভার কাউন্সিলর মামুনুর রশিদ প্রমুখ।

বিতর্ক প্রতিযোগিতায় মডারেটেরের দায়িত্ব পালন করেন, সমাজ উন্নয়ন কর্মকর্তা এস,এম শাহ আলম।

এসময়ে পৌরসভার সংরক্ষিত নারী আসনের পৌর কাউন্সিলর তাহমিনা খাতুন মিনা পৌরসভার পৌর কর্মকর্তা মোঃ সিদ্দিকুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মাসুদ রানা, স্যানিটারী ইন্সপেক্টর কাওসার আক্তার দেওয়ান, লাইসেন্স ইন্সপেক্টর আব্দুল হান্নান খান সহ অংশগ্রহণকারী বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীদের একাংশ উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে বলেন, সিরাজগঞ্জ পৌরসভার শুধু অবকাঠামো গত উন্নয়ন করে না মানুষের মানবিক উন্নয়ন, দেশ জাতির কল্যানের জন্য, সু-শিক্ষার পাশাপাশি সাহিত্য -সংস্কৃতি, ক্রীড়া ও বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করে নতুন প্রজন্মদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেন, পৌরসভার সুযোগ্য পৌরমেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা এ জন্য ধন্যবাদ জানাই ।

উল্লেখ্য, গত ১২ অক্টোবর পৌর স্কুল বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়। এতে পৌরএলাকার ৩০ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহণ করে।
১৫ দিনব্যাপি পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে আসছে।


There is no ads to display, Please add some