সিরাজগঞ্জে রেলক্রসিংয়ে বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১, আহত ২৫


প্রকাশের সময় : ডিসেম্বর ২৯, ২০২২, ১২:৪১ অপরাহ্ন / ৩৯৭
সিরাজগঞ্জে রেলক্রসিংয়ে বাসে ট্রেনের ধাক্কা,  নিহত ১, আহত ২৫

 

 

মারুফ সরকার, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

ঃসিরাজগঞ্জে রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ বাসযাত্রী। আজ বৃহস্পতিবার ভোরে ঢাকা-ঈশ্বরদী রেলসড়কে সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাবুল ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গা উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। তিনি বাসের সুপারভাইজার ছিলেন।

ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতুতে দুর্ঘটনা, ধীরগতিতে যান চলাচল প্রত্যক্ষদর্শীরা জানান, কড্ডার মোড় রেলক্রসিংয়ের লাইনম্যান কোনো সিগন্যাল বা ব্যারিকেড না দেওয়ায় এ দুর্ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের (জিআরপি) ওসি হারুন অর রশিদ জানান, ভোররাতে ঠাকুরগাঁও থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস কড্ডার মোড় রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেন বাসটির পেছনে ধাক্কা দেয়। এতে ওই বাসের ২৬ যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, ‘এ দুর্ঘটনায় পদ্মা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। ফলে ঢাকা-উত্তরাঞ্চল রেল যোগাযোগ কিছু সময়ের জন্য বন্ধ থাকে। তবে জামতৈল স্টেশন থেকে বিকল্প ইঞ্জিন এনে পরিবর্তন করে পদ্মা এক্সপ্রেস রাজশাহীর দিকে চলে যাওয়ার পর এ রুট আবারও সচল হয়।’