আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ শাখার নানা আয়োজনে মহান বিজয় দিবস পালন করা হয়।
মেডিকেল কলেজে শুক্রবার ভোর ৬ টায় জাতীয় সংগীত মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা, বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও বিজয় র্যালি নিয়ে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতিশ্রদ্ধা নিবেদন করে শহরের বিজয় সৌধ পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে সকাল ১০ টায় শহিদ এম মনসুর আলী মেডিকেল কলেজের অধ্যাপক রেজাউল ইসলাম গ্যালারিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিজয় দিবস পালনের নেতৃত্ব দেন এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের ই এন টি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ শফিউল ইসলাম।
এসময়ে উপস্থিত ছিলেন এবং বক্তব্যে রাখেন, শহিদ এম মনসুর আলী মেডিকেল কলেজের কাডিওলোজি সহকারী অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল মান্নান, শিশু সহকারী অধ্যাপক ডাঃ মোঃ আমিনুল ইসলাম শেখ, ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারি অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল্লাহহিল কাফি, অর্থপেডিসক ডাঃ মোঃ জুলফিকার আলী, অর্থপেডিসক ডাঃ সনদ কুমার গাইনি বিভাগের সহকারি অধ্যাপক ডাঃ নিশাত পারভীন সহ অন্যান্যরা।
উক্ত অনুষ্ঠানে বিএম এ ও স্বাচিপ এর কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :