মারুফ সরকার, সিরাজগঞ্জ প্রতিনিধি ঃ
দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাসসহ সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তি এবং দশ দফা দাবীতে সিরাজগঞ্জ জেলা বিএনপির গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ডিসেম্বর) সকাল ১১ ঘটিকার সময় ইসলামিয়া সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে সদর হাসপাতাল রোড হয়ে ইসলামিয়া সরকারি কলেজ মাঠে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে গণ মিছিল শেষ হয়।
গণ মিছিলে নেতৃত্ব দেন,সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
এ-সময় সিরাজগঞ্জ জেলা বিএনপি, জেলা বিএনপির ১৮টি ইউনিটের বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা কর্মী উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :