সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আয়োজনে খোকশাবাড়ী ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


প্রকাশের সময় : মার্চ ১২, ২০২৫, ১০:২৬ অপরাহ্ন / ৩৬
সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আয়োজনে খোকশাবাড়ী ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

 

আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আয়োজনে ৫ নং খোকশাবাড়ী ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ মার্চ) বেলা ১২ টায় খোকশাবাড়ী হাসপাতাল মাঠে ৪,৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন চৌধুরী।

সভাপতির বক্তব্য মকবুল হোসেন চৌধুরী বলেন, বিগত সতের বছর যাদের নামে
মামলা হয়েছে, যারা জেল খেটেছে ও আওয়ামী দ্বারা নির্যাতিত কর্মী ও মাদকের সাথে সম্পৃক্ততা নেই এমন বিএনপির কর্মীরাই ওয়ার্ড,ইউনিয়ন,থানা ও জেলায় নেতৃত্ব দিবে এটাই স্বাভাবিক। এই সতের বছরে আমাদের অনেক নেতা কর্মী নির্যাতনের শিকার হয়েছে তারা যেন এখনকার ভিরে হারিয়ে না যায় এদিকে আমাদের সজাগ থাকতে হবে।

দ্বি- বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট।

পরিচালনা করেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ- দফতর সম্পাদক ও মিডিয়া সেলের যুগ্ম আহবায়ক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক।

সম্মেলনে সিরাজগঞ্জ জেলা বিএনপির নির্বাহী সদস্য রফিকুল ইসলাম রফিক, জেলা যুবদলের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল মোমিন, বিপ্লব,খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদিন মেম্বার, মোবারক আলী খান, সাবেক সাধারণ সম্পাদক বখতিয়ার ফিরোজ, আব্দুর রহিম সরকার, সাবেক আহবায়ক শহিদুল ইসলাম শিকদার, রেজাউল করিম রোকনী,সাবেক সদস্য সচিব সুলতান মাহমুদ, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান মেম্বার,সাবেক সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, রেজাউল করিম, বিএনপি নেতা মিলন ইসলাম সরকার, প্রভাষক সাইফুল ইসলামসহ খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।


There is no ads to display, Please add some