সিরাজগঞ্জ শহরে মুক্তিযোদ্ধার বাড়িতে চুরি


প্রকাশের সময় : ডিসেম্বর ২৫, ২০২২, ১২:৫৪ অপরাহ্ন / ৫০১
সিরাজগঞ্জ শহরে মুক্তিযোদ্ধার বাড়িতে চুরি

 

 

মারুফ সরকার, স্টাফ রিপোর্টার  ঃ

সিরাজগঞ্জ শহরের সয়াধানগড়া মহল্লায় এক বীর মুক্তিযোদ্ধার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার রাতে বীর মুক্তিযোদ্ধা এম, এ খালেক আকন্দের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

ঘটনার সময় ওই বাড়িতে কেউ ছিল না। শুক্রবার বাড়িতে ফেরার পর তারা চুরির ঘটনা টের পান। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ঘটনার সময় বাড়ির গেট ও দরজার তালা ভেঙ্গে ঘরে ঢুকে স্টিলের আলমিরা ভেঙ্গে নগদ ৫ লাখ টাকা ও ৪ ভরি ওজনের সোনার গহনা চুরি করা হয়েছে।

সদর থানার ওসি হুমায়ন কবির শনিবার সন্ধ্যায় বলেন, চুরির ঘটনায় জড়িত চোরদের সনাক্ত এবং আটকে চেষ্টা চলছে।

এ ঘটনায় মুক্তিযোদ্ধার ছোট ছেলে জাহিদুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন।