সিরাজগঞ্জ শহর সমাজ সেবা সমন্বয় পরিষদের পক্ষে থেকে বীরমুক্তিযোদ্ধা হোসেন আলী হাসানকে সংবর্ধনা প্রদান


প্রকাশের সময় : নভেম্বর ১৭, ২০২২, ১১:২১ পূর্বাহ্ন / ৬৮৯
সিরাজগঞ্জ শহর সমাজ সেবা সমন্বয় পরিষদের পক্ষে থেকে বীরমুক্তিযোদ্ধা হোসেন আলী হাসানকে সংবর্ধনা প্রদান

 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ

সমাজসেবা অধিদপ্তরের অধীনস্থ সিরাজগঞ্জ শহর সমাজসেবা সমন্বয় পরিষদ এর সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট কে,এম হোসেন আলী হাসানকে উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয়।
শহর সমাজ সেবা কর্মকর্তা মুহাম্মদ মতিয়ার রহমান ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করেন ।

বুধবার (১৬ নভেম্বর) শহর সমাজ সেবা কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানকালে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ফারুক, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সহকারী অধ্যাপিকা হাসনা হেনা, জেলা আওয়ামী লীগের নেত্রী আয়েশা নাসরিন এমেলি জেলা জাসদের সভাপতি আব্দুল হাই তালুকদার, সিরাজগঞ্জ প্রেসক্লাবে সভাপতি মোঃ হেলাল আহমেদ, অ্যাডভোকেট আনোয়ার পারভেজ লিমন, কাজী সেলিনা পারভীন, সহ সিরাজগঞ্জ শহর সমাজসেবা পরিষদের সম্মানিত সদস্য ও সিরাজগঞ্জ শহর সমাজসেবা কার্যালয়ের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন ।
বক্তাগণ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক এবং মানময়ী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত সৈনিক বর্ষিয়ান রাজনৈতিক নেতা বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট কে,এম হোসেন আলী হাসান সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় সিরাজগঞ্জ সকলশ্রেণী সব পেশার আনন্দিত হয়েছে। তিনি সবসময় জনকল্যাণে কাজ করে থাকেন।