[gtranslate]

সিরাজগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের ব্যাপক প্রচারণা


প্রকাশের সময় : নভেম্বর ৫, ২০২৫, ৬:৩৩ অপরাহ্ন / ৬৯
সিরাজগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের ব্যাপক প্রচারণা

স্টাফ রিপোর্টারঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচকে সামনে রেখে বিএনপির সদ্যঘোষিত দলীয় সম্ভাব্য প্রার্থী তালিকায় ঘোষিত হয়নি সিরাজগঞ্জ-১ আসনে তাদের দলীয় প্রার্থীর নাম। তবে থেমে নেই প্রার্থীদের প্রচার প্রচারণা। কাজিপুর উপজেলা বিএনপির সিংহভাগ নেতাকর্মি উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজার পক্ষে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। এবইসাথে তারেক জিয়া ঘোষিত বিএনপির ১ দফার লিফলেট বিতরণ তারা অব্যাহত রেখেছেন। গত মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় এক হাজার নারী পুরুষ মিছিল শেষে উপজেলার স্থলবাড়ি বাজারে পথসভা করেছে। এই মিছিলে ও পথসভায় প্রায় কয়েকশ সনাতন ধর্মের নারী অংশ নেন। এরপর গত বুধবার বিকেলে উপজেলার গান্ধাইল ইউনিয়নে দলীয় নেতাকর্মিরা সেলিম রেজাকে দলীয় মনোনয়ন দেবার আহবান জানিয়ে মিছিল সমাবেশ করেছে।

কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মিজানুর রহমান বাবলু জানান, আশা করি মাঠের জরিপ পেয়েই এই আসনটির মনোনয়ন স্থগিত করা হয়েছে। আমরা নেতাকর্মিরা সেলিম রেজাকে দলীয় মনোনয়ন দেবার জন্যে দলীয় হাই কমান্ডের প্রতি আহবান জানাচ্ছি। কারণ দুঃসময়ে দলের নেতাকর্মিদের পাশে ছিলেন তিনি।

এদিকে আরেক মনোনয়ন প্রত্যাশী সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য নাজমুল হাসান তালুকদার রানাও  দলীয় মনোনয়ন পেতে প্রচারন প্রচারণা অব্যাহত রেখেছেন । তিনি আশা করছেন দল তাকেই মনোনয়ন দেবেন। কর্মি সমর্থকদের নিয়ে দিনরাত একাকার করে চালিয়ে যাচ্ছেন প্রচার প্রচারণা।

দলের আরেক মনোনয়ন প্রত্যাশী কণ্ঠশিল্পী কনকচাঁপা সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘এই পৃধিবীর কোনো ফায়সালাতেই আমি কিছু ভাবি না। আল্লাহ ভালো বুঝবেন আমার জন্য কী ভালো হবে। তার চেয়ে ভালো বোঝে এমন কে আছেন এই জগতে! অতএব, আলহামদুলিল্লাহ। ’

a/j