[gtranslate]

সিলেটে অংকুর শিশু-কিশোর সংগঠনের উদ্যাগে সমাবেশ ও সীরাতুন্নবী (সা.) কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৭, ২০২৫, ২:৩৭ অপরাহ্ন / ৮৫
সিলেটে অংকুর শিশু-কিশোর সংগঠনের উদ্যাগে সমাবেশ ও সীরাতুন্নবী (সা.) কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

এম. জুলফিকার আলী ভুট্টো,
বিশেষ প্রতিনিধি-

জাতীয় শিশু-কিশোর সংগঠন অংকুর, সিলেটের উদ্যোগে মাহে রবিউল আউয়াল উপলক্ষে শিশু-কিশোর সমাবেশ ও সীরাতুন্নবী (সা.) কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর-২০২৫) বিকাল ৩ টায় সিলেট নগরীর দরগা গেইট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি এবং সিলেট-১ (মহানগর-সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা তাজুল ইসলাম হাসান। অংকুর-সিলেটের পরিচালক ও শাহপরান দ্য লুমিনাস স্কুলের ভাইস প্রিন্সিপাল খসরুল আলমের সভাপতিত্বে ও অংকুর-সিলেটের নির্বাহী পরিচালক শফি উদ্দিন শাফির সঞ্চালনায় অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন, অংকুরের কেন্দ্রীয় নির্বাহী পরিচালক মোহাম্মদ নিজাম উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সিলেটের নির্বাহী সদস্য কবি ডা. ফয়জুল হক, দারুল আজহার মডেল মাদরাসা, সিলেট ক্যাম্পাসের অধ্যক্ষ হাফিজ মাওলানা মনজুরে মাওলা এবং সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL)।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মারকাযুল মদীনা হিফজ মাদরাসার পরিচালক হাফিজ মাওলানা আবদুল হামিদ, অনির্বাণ দ্যা ব্রিলিয়ান্ট একাডেমির প্রধান তাহের আব্দুল্লাহ, দারুন নাজাত মডেল মাদরাসার শিক্ষা সচিব মাওলানা তরিকুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)’র ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী ফুজায়েল আহমেদ (বাশার), নর্থ ইস্ট নার্সিং কলেজের শিক্ষার্থী ও অংকুর সিলেটের নির্বাহী সদস্য কাজী আলী হোসেন সামী, অংকুর স্কুল বিভাগের সেক্রেটারি খায়রুল আবেদীন আব্দুল্লাহ, মো. খালেদুজ্জামান খালেদ। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা তাজুল ইসলাম হাসান বলেন, মানবজাতির ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ’ হলেন মহানবী (সা:)। পৃথিবীতে তার আগমন আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য রহমত। ধর্মীয় ও পার্থিব জীবনে মহানবী (সা:)-এর অনুপম চরিত্র, উত্তম আদর্শ ও শিক্ষা সমগ্র মানবজাতির জন্য অফুরন্ত কল্যাণকর। জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসুলের চরিত্র বাস্তবায়ন করতে পারলে আমাদের সবার জীবন শান্তিময় ও আলোকিত হবে। সমাজে থাকবে না কোন অন্যায়, অবিচার, অসত্য ও জুলুম। তাই, প্রতিটি পরিবারের পিতা-মাতাকে তাদের সন্তানদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে শৈশব থেকেই দ্বীনি শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে। তিনি আরও বলেন, অংকুর-এর এই প্রতিযোগিতার কারণে শিশু-কিশোররা সিরাত বিষয়ে ব্যাপক পড়াশোনা করেছে, যা তাদের ধর্মীয় জ্ঞান বৃদ্ধিতে অত্যন্ত উপকার হয়েছে। এটি নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। মহানবী (সা.) এর সীরাতের উপর ৪৫ টি এমসিকিউ ও ৫ নম্বরের ১ টি সংক্ষিপ্ত প্রশ্ন সহ মোট ৫০ নম্বরের কুইজ প্রতিযোগিতায় প্রায় ৫০ টি স্কুল ও মাদ্রাসার ২য় থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। সর্বোচ্চ সঠিক উত্তরদাতাদের মধ্যে লটারির মাধ্যমে বিজয়ীরা হলেন, গ্রুপ: ক (২য়-৫ম শ্রেণি) ১ম-মো. মেরাজ আলম (দ্য লুমিনাস স্কুল), ২য়-আদনান (দারুন নাজাত মডেল মাদরাসা) এবং ৩য়-ফাতেমা জান্নাত আনিসা (আদর্শ নূরানী কিন্ডার গার্টেন মাদরাসা)। গ্রুপ: খ (৬ষ্ঠ-৮ম শ্রেণি) ১ম-এনায়াতুল্লাহ মাসনুন (জামিয়া দারুল ফালাহ), ২য়- ফাবিহা বুশরা (চিকনাগুল আদর্শ উচ্চ বিদ্যালয়) এবং ৩য়- আব্দুল্লাহ আল ফাহিম (কামাল বাজার ফাজিল মাদরাসা)। গ্রুপ: গ (৯ম-১০ম শ্রেণি) ১ম-সৈয়দ আদনান আহমদ নাবিল (জামিয়া দারুল ফালাহ), ২য়-মমশাদ আহমদ (লাউয়াই ইসলামীয়া আলিম মাদরাসা) এবং ৩য়-সায়মা আক্তার তুলি (জামেআ’হ দারুল ইসলাম)। বিজয়ী ৯ জন শিশু-কিশোরদের মধ্যে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন অতিথিবৃন্দ। এ ছাড়া অন্যান্য সর্বোচ্চ সঠিক উত্তরদাতাদেরও বিশেষ পুরস্কার হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথির হাত থেকে বিশেষ পুরস্কার হিসেবে ক্রেস্ট গ্রহণ করে সিলেট শাহপরান দ্য লুমিনাস স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থী ও বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের শিশু বিষয়ক সম্পাদক লাবীব ইকবাল। জে/এ