সিলেটে নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন আব্দুল মান্নান, বিপিএম (বার)


প্রকাশের সময় : জুলাই ১১, ২০২৪, ১২:১৩ পূর্বাহ্ন / ৯৫
সিলেটে নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন আব্দুল মান্নান, বিপিএম (বার)

স্টাফ রিপোর্টার:সিলেট জেলায় নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন আব্দুল মান্নান, বিপিএম (বার)।

তিনি জেলার সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করেন।

এর আগে তিনি কুমিল্লা জেলার পুলিশ সুপার এবং ডিএমপি, ঢাকার কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগে সুনামের সঙ্গে কাজ করেছেন।

এ সময় দেশে জঙ্গি দমনে প্রশংসনীয় ভূমিকা রাখেন নবাগত পুলিশ সুপার। তিনি ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন চৌকস কর্মকর্তা।