এম এ রশীদ:
সিলেট বিয়ানীবাজারে চলমান ওএমএস’র চাল বিতরণ কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম। তিনি বৃহস্পতিবার পৌরশহরের বিভিন্ন ওএমএস’র চাল বিতরণ কেন্দ্র ঘুরে দেখেন এবং চালের গুণগত মান পরীক্ষা করেন। ভোক্তাদের স্বস্তি দিতে বৃহস্পতিবার থেকে সারাদেশে ওএমএসের চাল বিক্রি শুরু করে সরকার।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম বলেন,ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারদের কোনো অনিয়ম ও দুর্নীতি বরদাশত করা হবে না। কোনো ডিলার ওএসএম বা খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাচারে ধরা পড়লে বা কোনো অনিয়ম করেলে সে যে–ই হোক ছাড় পাবে না।
জানা যায়, সারাদেশে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৫০ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে মাসে ৩০ কেজি করে চাল দেয়া হবে। এই কার্যক্রম ৩ মাস চলবে। লাইনে দাঁড়িয়ে কেউ যেন একাধিকবার চাল নিতে না পারে,সেজন্য টিসিবির কার্ডধারীকে অগ্রাধিকার দেয়া হবে। মাসে ৫ কেজি করে দুই বার দেয়া হবে। কার্ডধারী ছাড়া যারা চাল নিতে যাবে,তাদেরকে ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে যেতে হবে। সেটার ওপর তারিখ ও সিল দেয়া থাকবে,কেউ যেন বার বার চাল নিয়ে বাজারে বিক্রি করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে সবাইকে।
আপনার মতামত লিখুন :