-মোঃ আমিনুল হক
আমি অভাজন অতি সাধাৱন
সুখে দুখে বেঁচে থাকি;
আম জনতার বন্ধু কে আর?
বিপদে খোদাৱে ডাকি।
সুখ আসে মনে তুচ্ছ কারণে
ক্ষনিকের তরে হায়;
সুখ আসে নিতি সে যেন অতিথি
নিমিষে হারিয়ে যায়।
ছুটির দিবসে মনের হরষে
কাটেনা ঘুমের রেশ;
শুয়ে বিছানায় দুপুর গড়ায়
সুখের নাইকো শেষ।
ছিল গতকাল বাসে হরতাল
কেরানি যায়নি কাজে,
বাজারের থলে হাতে তুলে দিলে
সুখের বারোটা বাজে।
তুমি হে রাজন নহো সাধারণ
সবাই তোমারে চেনে,
যে কোন উপায়ে কোটি টাকা পেয়ে
সুখী হলে সেই ক্ষণে।
চাহিদার ভারে দুখের সাগরে
মহাজন যায় ভেসে;
কন্ঠে আবার শুধু হাহাকার
সুখ তার বনবাসে।
কেহই করেনা দুঃখ কামনা,
কেন তা জীবনে আসে?
প্রভু বান্দারে পরীক্ষা করে,
চিরকাল ভালবাসে।
____________________
☆ নাভানা প্রবানি রিচডেল
২৪ জানুয়াৱী ২০২৫
☆ছন্দঃ মাত্রাবৃত্ত(যুক্তাক্ষর ২ মাত্রা)
☆ মাত্রা বিন্যাসঃ
৬+৬
৬+২
____________________
আপনার মতামত লিখুন :