সুনামগঞ্জে নিরাপদ খাদ্য সচেতনতা মূলক সেমিনার অনুষ্ঠিত


প্রকাশের সময় : ডিসেম্বর ২২, ২০২২, ৯:৫০ অপরাহ্ন / ৬০৯
সুনামগঞ্জে নিরাপদ খাদ্য সচেতনতা মূলক সেমিনার অনুষ্ঠিত

 

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

নিরাপদ খাদ্য নিশ্চিত ও খাদ্য গ্রহণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সুনামগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক এর আয়োজনে আজ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় অফিস কার্যালয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ মঈনুল ইসলাম ভূঞা”র সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ পরিমল কান্তি দে, বুলচাঁন উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ নুরুল আমীন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শরীফুল ইসলাম, সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি এ কে মিলন আহমেদ, জেলা খাদ্য নিয়ন্ত্রক প্রধান সহকারী রজ্ঞন চক্রবর্তী, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রাসেল আহমদ, সাবেক ছাত্রলীগ নেতা মিজানুর রহমান মিজান, নারী উদ্যোক্তা রুনা আক্তার প্রমুখ। নিরাপদ খাদ্য গ্রহণের ক্ষেত্রে সব থেকে বেশি প্রয়োজন সচেতনতা। নাগরিক ও শিক্ষার্থীদের মাঝে নিরাপদ খাদ্য বিষয়ক প্রাথমিক ধারণা, খাদ্য সম্পর্কিত বিভিন্ন ভ্রান্ত ধারণা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে শিক্ষার্থীদের করণীয়সহ বিভিন্ন বিষয় নিয়ে সেমিনারে আলোচনা করা হয়। সেমিনার শেষে উপস্থিত সকলের হাতে নিরাপদ খাদ্য বিষয়ক পারিবারিক নির্দেশিকা তুলে দেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ মঈনুল ইসলাম ভূঞা।
##

সুনামগঞ্জ প্রতিনিধি
২২/১২/২০২২ইং