নিজস্ব সংবাদদাতা
সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ অক্টোবর সোমবার পূর্ব লন্ডনের তারাতারি রেস্টুরেন্টুেরে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি শাহ সানুয়ার হোসেনের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক মাসুক আহমেদ সরদারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক মেয়র আব্দুল আজিজ সরদার।সংগঠনের সদস্য আব্দুল কাইয়ুমের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় বিগত বছরের প্রতিবেদন তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক মাসুক আহমেদ সরদার। সভায় বিগত বছরের আর্থিক রিপোর্ট উপস্থাপন করেন সংগঠনের কোষাধ্যক্ষ আবু ইয়াসিন সুমন। পরে উপস্থিত সদস্যরা প্রতিবেদনের উপর আলোচনা করেন, এবং সবার সম্মতিতে প্রতিবেদন গৃহীত হয়। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক প্রধান উপদেষ্টা সৈয়দ আবুল কাশেম। আরও উপস্থিত ছিলেন, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পীকার আহবাব হোসেন, সংগঠনের উপদেষ্টা, আব্দুল আশিক চৌধুরী, মাষ্টার আমির উদ্দিন, সাবেক সভাপতি আরমান আলী, দরস উল্লাহ, সিনিয়র সহ সভাপতি শাহিন খান, সহ সভাপতি শেখ ফারুক আহমদ, ইঞ্জিনিয়ার হাবীবুর রহমান, আনসার আহমদ, সাবেক সাধারণ সম্পাদক নিয়াজুল ইসলাম চৌধুরী, মোহাম্মাদ নাসির উদ্দিন, মোহাম্মদ হাসনাত আহমেদ চুন্নু, মোহাম্মদ ফজলুল হক, বদর শামসুদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার কামাল দোলাল, জয়নাল আবেদিন, আতাউর রহমান আনসার, আলী আহমদ, কামরুল হক, সহ কোষাধ্যক্ষ নুরুল আলম, ফারুক আহমদ জিলু, সমাজ কল্যাণ সম্পাদক আসাদুজ্জামান, নির্বাহী সদস্য মামুন সরদার, কাউন্সিলর বদরুল চৌধুরী, আব্দুশ শহীদ, ইকবাল হোসেন, সাবেক কাউন্সিলর শহীদ আলী সহ আরও অনেকেই। সভায় বক্তারা ‘সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র সার্বিক উন্নয়ন কামনা করেন। তারা সংগঠনের কার্যক্রম আরও বেগবান করতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :