[gtranslate]

সুনামগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন দৌড়ঝাঁপে চার প্রার্থী


প্রকাশের সময় : অক্টোবর ২৮, ২০২৫, ১১:৫৭ অপরাহ্ন / ৪৪
সুনামগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন দৌড়ঝাঁপে চার প্রার্থী

দিপংকর বনিক, স্টাফ রিপোর্টারঃ

সন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সুনামগঞ্জ-২ দিরাই–শাল্লা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাঁপ এখন চূড়ান্ত পর্যায়ে। নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘনিয়ে আসায় মাঠে কর্মক্ষম হয়েছেন দলের সম্ভাব্য চার প্রার্থী।

দলীয় সূত্রে জানা গেছে, এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে চারজনের নাম আলোচনায় রয়েছে—সাবেক সংসদ সদস্য ও প্রবীণ রাজনীতিক নাছির উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল, অবসরপ্রাপ্ত বিচারপতি ও সাবেক সাংসদ মিফতাহ উদ্দিন চৌধুরী রুমি এবং যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাবেদ।

গত ১৯ অক্টোবর বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ আসনের মনোনয়নপ্রত্যাশীদের ডাকা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সুনামগঞ্জ-২ আসনের চার মনোনয়নপ্রত্যাশীর মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল, অবসরপ্রাপ্ত বিচারপতি ও সাবেক সাংসদ মিফতাহ উদ্দিন চৌধুরী রুমি এবং আজমল হোসেন চৌধুরী জাবেদ। উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় অংশ নিতে পারেননি সাবেক সংসদ সদস্য ও প্রবীণ রাজনীতিক নাছির উদ্দিন চৌধুরী।

দলীয় সূত্র জানায়, গত ২৭ অক্টোবর আবারও গুলশানে দ্বিতীয় দফায় এই আসনের মনোনয়নপ্রত্যাশীদের ডাকা হয়। বৈঠকে আসন্ন নির্বাচনে দলের সাংগঠনিক প্রস্তুতি, মাঠপর্যায়ের কর্মকৌশল এবং ঐক্য রক্ষার বিষয়টি গুরুত্ব পায়।

এরই মধ্যে দিরাই-শাল্লার দুই উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপির সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ এলাকায় তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন। চলছে গণসংযোগ, মতবিনিময় সভা ও দলীয় অবস্থান শক্ত করার উদ্যোগ। স্থানীয় নেতারা বলছেন, দীর্ঘদিন পর বিএনপির মাঠে সক্রিয় উপস্থিতি এলাকায় নতুন উদ্দীপনা তৈরি করেছে।

দলীয় সূত্রের বরাতে জানা গেছে, দু-এক দিনের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকের পরই একক প্রার্থীর নাম চূড়ান্ত ঘোষণা দেওয়া হতে পারে।

মনোনয়নপ্রত্যাশীদের প্রতি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বার্তা দিয়েছেন ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার জন্য। তিনি সতর্ক করে বলেছেন, নিজেদের মধ্যে বিভাজন তৈরি হলে প্রতিপক্ষ সুবিধা নেবে।

এদিকে দুই উপজেলার বিভিন্ন চায়ের দোকান থেকে শুরু করে পাড়া-মহল্লার আড্ডায় এখন একটি প্রশ্নই ঘুরছে—কে হচ্ছেন সুনামগঞ্জ-২ আসনে বিএনপির কান্ডারি।