সোনাইমুড়ীতে মাদকদ্রব্যসহ কারবারি আটক


প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০২২, ১০:০০ পূর্বাহ্ন / ৪৩৩
সোনাইমুড়ীতে মাদকদ্রব্যসহ কারবারি আটক

স্টাফ রিপোর্টোরঃ
সোনাইমুড়ী থানায় বিশেষ অভিযানে পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ মাদক চোরা কারবারীকে গ্রেফতার করা হয়েছে।
নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ হারুন অর রশিদ এর সার্বিক তত্ত্বাবধানে ৩ অক্টোবর রাত ৯ ঘটিকার সময় এসআই মোঃ জামাল হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সোনাইমুড়ী থানাধীন সোনাইমুড়ী পোরসভা ৮নং ওয়ার্ড বিজয়নগর গ্রামের (নোয়াখালী- কুমিল্লা) মহাসড়কের পূর্ব পাশে বিজয়নগর ব্রিজের উপর হইতে মোঃ আবুল বাশার (৫৫), পিতা-মৃত মৃত মোঃ আব্দুল জাব্বার, মাতা-মৃত মানিকা বেগম, সাং-বাটপাড়া (জব্বার মিয়ার বাড়ী), ২নং ওয়ার্ড, পশ্চিম জুরিকরন ইউনিয়ন, থানা-কুমিল্ল সদর দক্ষিন, জেলা-কুমিল্লা আটক করা হয়।
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ হারুন অর রসীদ বিষয়টি নিশ্চিত করেন এবং এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান।