সোনাগাজীতে মাওলানা আবুল কাসেম স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল


প্রকাশের সময় : জুলাই ১৩, ২০২৪, ১১:৪৪ অপরাহ্ন / ৭৯
সোনাগাজীতে মাওলানা আবুল কাসেম স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল

 

শহিদুল ইসলাম, ফেনী

ফেনীর সোনাগাজী উপজেলার মাওলানাপাড়া যুব কল্যান পরিষদের উদ্যোগে বক্তারমুন্সী ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মরহুম মাওলানা আবুল কাসেম স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল শুক্রবার (১২জুলাই) সন্ধায় মাওলানাপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

যুব কল্যান পরিষদের সভাপতি জহিরুল ইসলাম মিলনের সভাপতিত্বে দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরলক্ষ্মীগন্জ ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মিঞা, ওসমানিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুল হাকিম, ফেনী মহিলা কলেজের প্রভাষক মাওলানা আবদুর রহিম, সমাজ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক জনাব মনজুরুল ইসলাম সুমন, বিশিষ্ট সমাজ সেবক শিল্পপতি জনাব আলহাজ্ব ওমর ফারুক, ঢাকার ব্যবসায়ী মনির উদ্দিন মনি, জামেয়া সারফতিয়া মাদরাসার অধ্যক্ষ আবদুল্লাহ আল মাহমুদ ইমতিয়াজ, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মাওলানা মোহাম্মদ ইসমাইল প্রমুখ।
এসময় উপস্থিত মেহমানবৃন্দ মাওলানা আবুল কাসেমের বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন।
দোয়া অনুষ্ঠানে মাওলানাপাড়া যুবকল্যান পরিষদের সদস্যবৃন্দসহ এলাকার শতশত মানুষ অংশগ্রহণ করে।


There is no ads to display, Please add some