[gtranslate]

সোনামুখী ইসলামী ব্যাংক সংক্রান্ত প্রকাশিত মনগড়া সংবাদের প্রতিবাদ


প্রকাশের সময় : অক্টোবর ২৫, ২০২৫, ৬:৫৬ অপরাহ্ন / ৭৯
সোনামুখী ইসলামী ব্যাংক সংক্রান্ত প্রকাশিত মনগড়া সংবাদের প্রতিবাদ

এই মর্মে জানানো যাচ্ছে যে, কাজিপুরের সোনামুখী ইসলামী এজেন্ট ব্যাংকের বিষয়ে সিরাজগঞ্জের বেশ কয়েকটি পত্রিকা ও অনলাইনে একটি সংবাদ পরিবেশন করা হয়েছে।সংবাদটিতে সত্যের অপলাপ তথ্য সন্নিবেশিত হয়েছে। আমার দুইজন পার্টনার সাংবাদিকদেরকে মিথ্যে তথ্য দিয়ে কালো টাকা ছড়িয়ে এসব নিউজ করিয়েছে।প্রকৃতপক্ষে সোনামুখী এজেন্ট ব্যাংকটি হাঁটি হাঁটি পা পা করে এখন অনেক আমানতের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে দাঁড়িয়ে গেছে। এখানে গ্রাহকগণ স্বল্প সময়ে সেবা পেয়ে থাকেন।

২০১৯ সালে প্রতিষ্ঠার পর থেকে এখনো পর্যন্ত কোন কারণে ব্যাংকটির লেনদেন বন্ধ হয়নি।গ্রাহকগণও সেবার মান নিয়ে কোন বিরুপ মন্তব্য করেননি। আর ব্যাংকের যেহেতু বছর শেষে অডিট হয় এবং প্রতিদিনকার ব্যালেন্স মিলে দেখে মূল ব্যাংককে রিপোর্ট পাঠাতে হয় সেখানে অনিয়মের অভিযোগ অবান্তর ও বানোয়াট গল্প ছাড়া কিছুই না।পার্টনারশীপ বিষয়ে যে কথা সংবাদে উল্লেখ করা হয়েছে সেটাও সত্যি নয়। তারা বর্তমানে নিজেদেরকে ব্যাংকের মূল মালিক দাবী করছেন যা সত্যি নয়। শুলু থেকেই মূল ব্যাংকের সাথে চুক্তিনামা করেছে মেসার্স লীনাহ এন্টারপ্রাইজ।তার সত্ত্বাধিকারী হিসেবে বর্তমান ব্যাংক পরিচালনা করছি আমি আব্দুল লতিফ।যে দুজন অভিযোগ করে নানা কুৎসা রটাচ্ছেন।এবং ব্যাংকটিকে তাদের মনোনীত ব্যক্তি দ্বারা পরিচালনা করার পায়তারা করছে। আমার ব্যক্তিগত পার্টনার হিসেবে তারা ব্যাংকটিকে ধবংস করার চেষ্টায় লিপ্ত হয়ে গ্রাহকদের মাঝেও বিভান্তি ছড়িয়ে আমাকে ও সুনামধন্য প্রতিষ্ঠানকে হেয়প্রতিপন্ন করার চেষ্টায় লিপ্ত হয়েছেন।

মূলত তারা আমার সাথে ব্যক্তিগতভাবে চুক্তিবদ্ধ হয়েছেন, মূল ব্যাংকের সাথে নয়। আমার সূত্রেই তারা ব্যাংকের অংশীদার। মাস শেষে তারা তাদের লভ্যাংশ যথানিয়মে নিচ্ছেন। এ নিয়ে তারা আগেও বিভ্রান্তি ছড়িয়েছেন।তখন স্থানীয়ভাবে সালিশি বৈঠক হয় এবং একটি সিদ্ধান্ত উপনীত হয়ে সবাই সে অনুযায়ী চলার কথা ছিলো।কিন্তু তারা দুজন সেই বৈঠকের শর্ত ভঙ্গ করে একের পর এক মিথ্যা এবং বানোয়াট তথ্য দিয়ে নিউজ পরিবেশন করিয়ে প্রকারান্তরে ব্যাংকের গ্রাহকদের মন ভাঙার চেষ্টা করছেন।

মূলত তারা আমার এবং ব্যাংকের সুনামে ঈর্ষাকাতর হয়ে প্রকৃত সত্যকে পাশ কাটিয়ে  এমন অনাকাঙ্ক্ষিত আচরণ করছেন যা অত্যন্ত দুঃখজনক।আমি এই মিথ্যে ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।একইসাথে এসব মনগড়া সংবাদে বিভ্রান্ত না হবার জন্যে সম্মানিত গ্রাহকদের অনুরোধ জানাচ্ছি।#     প্রতিবাদকারী- মোঃ আবদুল লতিফ ,সত্ত্বাধিকারী মেসার্স লীনাহ এন্টারপ্রাইজ। ইসলামী ব্যাংক এজেন্ট শাখা, সোনামুখী।

এ/জে

 

প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিভাগের আরো খবর

আরও খবর