স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কের জেরে নিজের বাবা কে খুন করল ছেলে।।


প্রকাশের সময় : ডিসেম্বর ৫, ২০২২, ৯:৪৩ পূর্বাহ্ন / ৪৭৬
স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কের জেরে নিজের বাবা কে খুন করল ছেলে।।

 

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

গতকাল গভীর রাতে নিজের ছেলের হাতে খুন হয়েছে বাবা। এমন ঘটনা টি ঘটেছে পশ্চিম বাংলার কোচবিহার জেলার শীতলকুচির মাথাভাঙ্গা থানা এলাকায়। এই ঘটনার পর মৃত ব্যক্তির ছেলেকে  গ্রেফতার করেছে মাথাভাঙ্গা থানা র পুলিশ। ঘটনার সুত্রপাত, ৯,মাস, আগে মিঠুন শীল বিয়ে করেন মালদহ জেলার একটি মেয়েকে। এই মেয়েটির আগে বিয়ে হয়। কিন্তু সেখানে বনিবনা না হওয়ায় কারণে তার বিবাহ বিচ্ছেদ হয়। তার পর কোচবিহার জেলার শীতলকুচির ১২৬,নাম্বার, ওয়াড এ মিঠুন শীল সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে তার বাবা কাজল শীলের সাথে তার বৌ এর অবৈধ সম্পর্ক স্থাপন হয়েছে বলে মনে করেন মিঠুন শীল। এই নিয়ে অশান্তি সৃষ্টি হয় পরিবারের মধ্যে। এই বিষয়ে গ্রামে শালিসী হয়। তার পর নিজের বাবাকে সরিয়ে দিতে খুন করে মিঠুন শীল। এবং এই ঘটনার পর নিজের স্ত্রী কে ডেকে আনে এবং তার কাছে সব স্বীকার করে। এই ঘটনার পর গ্রামের মানুষ জড়ো হয় এবং ছুটে আসে শীতলকুচির মাথাভাঙ্গা থানা পুলিশ। গ্রেফতার করে নিয়ে যায় মিঠুন শীল কে। ধৃত ব্যক্তিকে আজ কোচবিহার জেলার আদালতে তোলা হবে। এবং মৃত কাজল শীল কে ময়না তদন্তের জন্য পুলিশ মারগে পাঠানো হয়েছে। ঋ


There is no ads to display, Please add some