স্বেচ্ছাসেবী সংগঠন আপন এর উদ্যোগে শিবগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ


প্রকাশের সময় : ডিসেম্বর ১২, ২০২৪, ৮:০৬ অপরাহ্ন / ২৫
স্বেচ্ছাসেবী সংগঠন আপন এর উদ্যোগে শিবগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

আব্দুর রহিম,
শিবগঞ্জ (বগুড়া)প্রতিনিধি-

দিনের পর দিন বেড়েই চলছে শিবগঞ্জে শীতের তীব্রতা। তীব্র শীতে জড়োসরো হয়ে পড়েছে উপজেলার হতদরিদ্র মানুষেরা। ঠিক এমনি সময়ে ‘আসুন সকলে মিলে শীতার্তদের পাশে দাঁড়াই ‘স্লোগান সামনে রেখে বগুড়ার শিবগঞ্জে সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন আমাদের প্রয়াস নিরন্তর (আপন) এর উদ্যোগে অসহায় গরীব শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে অর্ধশতাধিক কম্বল বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহবুব মোর্শেদ, শিক্ষা অফিসার সাইফুন নাহার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম,শিবগঞ্জ সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, আপন এর সভাপতি রশিদুর রহমান রানা, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হান্নান, শফিউল আলম ডিউ, প্রভাষক মাহফুজুর রহমান, মোহাম্মাদ আলী, আসাদুল্লাহ, আব্দুর রহিম, মিজানুর রহমান, মশিউর রহমান, রেশমা খাতুন, রাব্বী হাসান সুমন, সোহেল রানা, আনোয়ারুল ইসলাম প্রমুখ।