প্রকৌশলী আব্দুল খালেক
দেখেছিলাম তোমাকে সেই ছোট বেলায়
কত সময় চলে গেছে হাসি আর খেলায়
খবর রাখিনি সময় গেছে অবহেলায়।
বহুদিন পর আবার ফিরেছি সেই গাঁয়
ভাবিনি এভাবে কভু দেখা পাওয়া যায়
আমি এখন নদীর পাড়ে তুমি আছ নায়।
তুমি আজ অষ্টাদশী সুন্দরী এক মেয়ে
মুগ্ধ চোখে অবাক হয়ে আছি তাই চেয়ে
ভালো লাগার আবেশে মনটা গেছে ছেয়ে।
কবে তুমি বড়ো হলে, অবাক হয়ে যাই
বড়ো হয়ে গেছ বলে চিনতে পারি নাই
এমন রূপ আগে কভু চোখে পড়ে নাই।
চোখে চোখ পড়তেই উঠলে তুমি হেসে
পাগল করা খুশির হাওয়া লাগে বুকে এসে
মুগ্ধ হয়ে মন হারিয়ে খুশিতে যাই ভেসে।
মনে মনে একটা কথা বলতে তোমায় চাই
তোমায় আমি ভালবাসি তুলনা যার নাই
বুকভরা প্রেম দিয়ে বাঁধতে তোমায় চাই।
কিন্তু কথাগুলো তোমায় কভু বলা হলো না
তোমার সাথে হাত ধরে তাই চলা হলো না।
প্রকৌঃ আবদুল খালেক
ইংল্যান্ড, যুক্তরাজ্য, ২৬ জুন ২০২৪, দুপুর ১:৩৫
.
আপনার মতামত লিখুন :