নুর মোহাম্মদ,
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি-
চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার চরণদ্বীপস্থ খলিফায়ে গাউসুল আযম মাইজভাণ্ডারী (কঃ) শাহসূফি মাওলানা সৈয়দ আমিনুল হক শাহ্ হারবাংগিরী শাহ মাইজভাণ্ডারী (ক.)’র বার্ষিক পবিত্র মহান ওরশ শরীফ ৭ মাঘ, ২১ জানুয়ারি-২০২৫ মঙ্গলবার চরণদ্বীপ হারবাংগিরী দরবার শরীফে মহাসমারোহে অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে আয়োজিত দিন-রাত ব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে আছে মাজার জিয়ারত, মিলাদ মাহফিল, সেমা জিকির মাহফিল, মাইজভাণ্ডারী সংগীত, কাওয়ালী গান, আখেরি মুনাজাত ও তবারুক বিতরণ। উক্ত মহান ওরশ শরীফে সকল আশেক-ভক্ত ও সংশ্লিষ্ঠদের যথা সময়ে থাকার জন্য পীরজাদা মাওলানা শাহ্ছুফি সৈয়দ মোহাম্মদ মিঞা শাহ্ (ম.জি.আ.) হারবাংগিরী আল মাইজভাণ্ডারী, নায়েবে সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ রহমান মিঞা শাহ্ আল হারবাংগীরি আল মাইজভান্ডারী ও নায়েবে সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ মাওলানা আহমদ শাহ্ আল হারবাংগীরি আল মাইজভান্ডারী আন্তরিক অনুরোধ জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :